টাইগারদের কাছে দুই উইকেটে হার শুধুই একটা ম্যাচের ফল নয়; চট্টগ্রামে এ হারের কারণে ঝুলে গেছে ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন। ব্রিটিশ মিডিয়ার আশঙ্কার কেন্দ্রবিন্দুতে এখন এটাই।

ঝুলে গেল বিশ্বকাপ স্বপ্ন! টাগারদের কাছে হারের হতাশা আর বিশ্বকাপ শঙ্কা নিয়ে মাঠ ছাড়ছেন অ্যান্ড্রু স্ট্রাউসরা
বিশ্বকাপ থেকে ছিটকে পড়তে আর এক ম্যাচ দূরে ইংল্যান্ড। অ্যান্ড্রু স্ট্রাউসদের বিশ্বকাপ স্বপ্ন ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগারদের কাছে দুই উইকেটে হারের পর ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনালে ওঠা নিয়ে এভাবেই আশঙ্কা প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক মেইল।
‘ইংল্যান্ডকে প্রচণ্ড আঘাত করেছে বাংলাদেশ’—এ শিরোনামে ডেইলি টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, বাংলাদেশের জয়ের দিনে উদ্ধত আচরণ করে তাঁর দলের হতাশা প্রকাশ করেছেন গ্রায়েম সোয়ান। আর এ হারের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পথে ইংল্যান্ড।
‘বাংলাদেশের বেদম প্রহারে ইংল্যান্ড জর্জরিত’—এ শিরোনামে ব্রিটেনের জনপ্রিয় ট্যাবলয়েড সান লিখেছে, ‘আয়ারল্যান্ডের কাছে লজ্জা পাওয়ার ১০ দিনে মধ্যে আরেকবার লজ্জা পেল অ্যান্ড্রু স্ট্রাউস ও তাঁর দল। ইংল্যান্ডের বিশ্বকাপ স্বপ্ন ঝুলে গেছে। টিকে থাকতে হলে আগামী বৃহস্পতিবার নিজেদের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতেই হবে।
‘আরেকটা নাটকের জন্ম দিল ইংল্যান্ড’—এ শিরোনামে গার্ডিয়ান লিখেছে, ইংল্যান্ডকে হতাশায় ডুবিয়ে নিজেদের বিশ্বকাপ দুয়ার খোলে দিয়েছে বাংলাদেশ। নবম উইকেটে শফিউল ইসলাম ও মাহমুদউল্লাহর অবিচ্ছিন্ন ৫৮ রানের জুটি নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করা হয় প্রতিবেদনে। ওয়েবসাইট।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।