সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

রবিবার, ১৭ এপ্রিল, ২০১১

চারদলীয় ঐক্যজোটের অন্যতম শরিক দল ইসলামী ঐক্যজোটের (একাংশ) চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর ছেলেকে সরকারি নির্দেশেই বিশেষ বাহিনী অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_2/130090041820110323.jpg

মির্জা ফখরুল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজধানীর ৫৭ নং ওয়ার্ডের কমিশনার চৌধুরী আলমকে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী অপহরণ করে। মুফতি আমিনীর ছোট ছেলে আবুল হাসানাতের ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

তিনি বলেন, আমিনীর পরিবারকে মোবাইলে নানা রকম হুমকি দেয়া হচ্ছে। আমিনী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে সরকার তাকে দাবিয়ে রাখতেই তার পরিবারের ওপর আঘাত হানছে।

এ সময় দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে মন্তব্য করে হাসনাতকে অবিলম্বে মুক্তি দেয়ারও দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সংবাদ সম্মেলনে দেশব্যাপী বিএনপির প্রতিবাদ কর্মসূচিতে পুলিশি বাধার তীব্র নিন্দা জানান মির্জা ফখরুল। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও তার ছোট ভাই আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর প্রতিহিংসামূলক মামলার প্রতিবাদে শনিবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ডাক দেয় বিএনপি।
পরের অংশ - সরকারের নির্দেশেই আমিনীর ছেলে গুম হয়েছে: মির্জা ফখরুল!

নায়ক শাকিব খানকে এপডিসির ভিতরে পিস্তল উঠিয়ে হত্যার হুমকি!

ঢাকাই চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খানকে হত্যার হুমকি দেয়া হয়েছে। এফডিসি'র ভেতরে চলচ্চিত্র প্রযোজক আব্দুল আজিজ শর্টগান ও পিস্তল তাক করে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছেন শাকিব।

শনিবার বিকেলে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের করা মামলায় নায়ক শাকিব খান এ অভিযোগ করেন।

http://rtnn.net/newsimage/sec_5/subsec_21/130297275620110416.jpg

এ বিষয়ে শাকিব খান বলেন, এফডিসির ভেতর এমন অবস্থা হবে তা আমি কখনো ভাবিনি। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই মামলা দায়ের করতে বাধ্য হয়েছি। আমি প্রযোজক আজিজের আইনানুগ শাস্তি দাবী করছি।

প্রযোজক আব্দুল আজিজ প্রযোজিত ‘ভালোবাসার রং’ ছবিতে অভিনয় করছেন শাকিব।

মামলার অভিযোগে শাকিব জানিয়েছেন, শনিবার সকালে ‘সন্তান’ ছবির শুটিং এর সেটে মেকআপ নেবার সময় হঠাৎ করেই আব্দুল আজিজ দুই সহযোগীসহ সেখানে ঢোকেন এবং গুলি করে হত্যার হুমকি দেন।

জানা গেছে নবীন প্রযোজক আব্দুল আজিজের প্রযোজনায় প্রথম ছবি ‘ভালোবাসার রং’-এর শিডিউল নিয়ে গোলমালের কারনেই এ ঘটনা ঘটেছে। প্রযোজক আব্দুল আজিজ টেনারি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকায় সহকারী প্রযোজক শিষ মনোয়ার আব্দুল আজিজের পক্ষে শাকিব খানের সঙ্গে ছবির বিষয়ে সব কথাবার্তা বলে আসছিলেন। তাদের চাহিদা মতো শিডিউল দিতে না পারায় ক্ষিপ্ত হয়ে তারা শাকিব খানকে হত্যার হুমকি দেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানারভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক আহমেদ জানান, শাকিব খানের অভিযোগটি এজাহার আকারে থানায় গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মামলায় আব্দুল আজিজ ও শিষ মনোয়ারকে আসামী করা হয়েছে। এ ছাড়া বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামী করা হয়েছে ।
পরের অংশ - নায়ক শাকিব খানকে এপডিসির ভিতরে পিস্তল উঠিয়ে হত্যার হুমকি!

শচীনের শতক ব্যর্থ করে কচির জয়!

ভারতের ব্যাটিং জিনিয়াস শচীন টেন্ডুলকারের শতক ব্যর্থ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ৮ উইকেটের জয় তুলে নিয়েছে নবাগত কচি তুসকার্স কেরালা।

শুক্রবার টস হেরে ব্যাটিং পাওয়া শচীনের মুম্বাই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮২ রান করতে সমর্থ হয়। শুরুতেই ক্রিকেট বিস্ময় শচীন টেন্ডুলকার নিজের ঢং-এ শুরু করেন। ফলে দলের প্রথম উইকেট পতন হয় ৬১ রানে। যার মধ্যে ২১ বলে ১২ রান তার সঙ্গে ওপেন করতে আসা জ্যাকবসের। বাকি রান শচীনের। জ্যাকবসকে বোল্ড করেন গোমেজ।

http://rtnn.net/newsimage/sec_4/subsec_11/130293257620110416.jpg

তার এই ব্যাটিং ম্যাচের শেষঅব্দি চলে। যার ফল ওয়ানডে-টেস্টের সর্বোচ্চ রান; শতক, অর্ধশতক আর ব্যক্তিগত সর্বোচ্চ অপরাজিত ২০০ রানের মালিক শর্ট ভার্সনের ক্রিকেটে এতোদিন না পাওয়া শতকও পেয়ে যান। ৬৬ বলের ইংনিসে ১২ চার ৩ ছয়ে সমান ১০০ করে অপরাজিত থাকেন তিনি।

শচীনের সঙ্গে ব্যাট করা মানে প্রথম ম্যাচ খেলতে নামা ব্যাটসম্যানের একশ’ ম্যাচের অভিজ্ঞতা- নতুন করে এর প্রমাণ দেন ওয়ানডাউনে নামা আমবতি রাদু। ৩৩ বলে ৩ চার ৪ ছয়ে ৫৩ রান করে রানআউট হন তিনি।

শচীন ও রাদু মিলে ১৬১ রানের জুটি গড়েন। আর শেষ উইকেটে শচীন ও পোলার্ড ৫ রানের জুটি গড়লেও পোলার্ড একটি বল খেলারও সুযোগ পাননি। ফলে ২ উইকেট হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮২ রান করে।

টানা দুই ম্যাচে জয় অধরা থাকা নবাগত কচির সামনে ১৮৩ রানের জয়ের টার্গেট অনেকের কাছেই অসাধ্য মনে হতে পারে। কিন্তু যদি আইপিএলের প্রথম শতক হাকানো ব্রেন্ডন ম্যাককুলাম আর মাহেলা জয়াবর্ধনের মতো গ্রেটদের ব্যাট হাসে তাহলে এ টার্গেটও মামুলি হয়ে যায়। শুক্রবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শকরা তাই দেখলো।

ওপেনিংয়ে নেমে ম্যাককুলাম আর জয়াবর্ধনে শুরুটা করেন দেখে-শুনে। দুজনে আস্তে আস্তে বের হতে থাকেন খোলস থেকে। যার ফল ১৩ ওভার ৫ বলে দলের রান বিনা উইকেটে ১২৮। ঠিক এখান থেকেই স্বদেশী লাসিথ মালিঙ্গা বোল্ড করে মাহেলা জয়াবর্ধনেকে সাজঘরে ফেরান। এরআগে জয়াবর্ধনে ৩৬ বলে ৯ চারে করেন ৫৬ রান।

এরপর মালিঙ্গা আরেকটি উইকেটের পতন ঘটান দলীয় ১৫৬ রানে। ম্যাককুলামকে বোল্ড করে বিদায় করেন। ততক্ষণে কচি জয়ের সুবাতাস পেতে শুরু করেছে। ম্যাচ সেরা ম্যাককুলাম ৬০ বলে ১০ চার ২ ছয়ে ৮১ রান করেন। বাকি কাজটুকু সারেন রবীন্দ্র জাদেজা আর ব্রাড হজ। জাদেজা ১১ বলে সমান সংখ্যক ২ চার ও ছয়ে ২৫ এবং হজ ৭ বলে ২ চারে ১১ রান করে অপরাজিত থাকলে কচি ৬ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ১৮৪ রান করে জয় তুলে নেয়। আর নতুন করে প্রমাণ হয়- ‘যেদিন শচীন রান পায়, সেদিন তার দল হারে’ নামে একটি অলিখিত কুসংস্কারের।
পরের অংশ - শচীনের শতক ব্যর্থ করে কচির জয়!

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য