প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা রক্ষা এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে শিশু-কিশোরদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি শিশু-কিশোরদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
শনিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ঢাকা জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়া রাষ্ট্র ভূটানের রাজা জিগমে কেচার নামগেল ওয়াংচুক।
ভূটানের রাজাকে সঙ্গে নিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তিনি তার ভাষণে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখা সবাই শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া বাংলাদেশের পক্ষে ভূটানের জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শেখ হাসিনা।
শিশুদের আগামী দিনের যোগ্য নাগরিক করে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা সংগ্রাম করে রক্তের বিনিময়ে এই দেশকে স্বাধীন করেছি। আমাদের প্রতিটি শিশুকে লেখা-পড়া শিখতে হবে। আধুনিক বিজ্ঞান-প্রযুক্তির শিক্ষা গ্রহণ করে উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা চায়, আমাদের পরবর্তী প্রজন্ম তোমরা (বর্তমানের শিশুরা) এদেশের কর্ণধার হবে। কাজেই দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য তোমাদেরকে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজেদেরকে তৈরি করতে হবে।’
এ সময় আজকের অসাম্প্রদায়িক ও উদার মানসিকতা নিয়ে গড়ে উঠা শিশুরাই আগামীর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে পারবে বলে আশা ব্যক্ত করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
এরআগে প্রধানমন্ত্রী কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।