স্বাধীনতার ৪০ বছরেও অর্থনৈতিক মুক্তি অর্জিত হয়নি: স্পিকার

শনিবার, ২৬ মার্চ, ২০১১

জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ অ্যাডভোকেট বলেছেন, স্বাধীনতার চল্লিশ বছরে দেশ অনেক এগিয়ে গেলেও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো অর্জিত হয়নি।

শুক্রবার বিকালে জাতীয় সংসদ ভবনের পার্লামেন্টস ক্লাবে বাংলাদেশের স্বাধীনতার চল্লিশ বছর উপলক্ষে অক্সফ্যাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_3/128473716220100917.jpg

স্পিকার বলেন, সরকার সবকিছু করে দেবে এই মানসিকতার বদলে সরকারের করা অবকাঠামো এবং কারিগরি সহযোগিতা কাজে লাগিয়ে সকলে মিলে দেশকে এগিয়ে নিতে হবে। উন্নয়ন সহযোগী দেশ বা সংস্থার দিকে তাকিয়ে না থেকে নিজেদের উন্নয়ন নিজেদের করার ব্যাপারে তাগিদ দেন তিনি।

অনুষ্ঠানে জাসদ (ইনু) সভাপতি হাসানুল হক ইনু বলেন, সামরিক শাসকরা বারবার ক্ষমতায় এসে দেশের গণতন্ত্র নষ্ট করেছে, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে। এরা যাতে আর ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনগণকে সচেতন থাকতে হবে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য