নারীর প্রতি সহিংসতা রোধে বিতর্ক

শুক্রবার, ১১ মার্চ, ২০১১

বিতর্কের মঞ্চে বিশ্বাসের বাইরে গিয়েও কখনো কখনো হয়তো পক্ষ নিতে হয়। তবে আজকের এ বিষয়ে সবাই বিশ্বাসের পক্ষে। কারণ ‘নারীর প্রতি সহিংসতা আর নয়’ এ বিষয়ে আমরা সবাই একমত। বিতর্ক শেষে এভাবেই বলছিলেন সিলেট উইমেন মেডিকেল কলেজের বিতার্কিক শাহনাজ সেতু।
গত ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশ শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ ডিবেট ফেডারেশন ও ইউএন উইম্যানের আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘নারীর প্রতি সহিংসতা আর নয়’ বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা। আন্তবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১১-এর জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠানটি শুরু হয় বিকেল তিনটায়। জাতিসংঘের মহিলাবিষয়ক ইউনিট ইউএন উইম্যান ও দেশের বিতর্কচর্চার কেন্দ্রীয় সংগঠন বাংলাদেশ ডিবেট ফেডারেশন দেশের সাতটি বিভাগের বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিভাগীয় পর্যায়ের সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানারআপ দলগুলো নিয়ে আয়োজন করে জাতীয় পর্যায়ের আন্তবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতার। মোট ৬৪টি বিতর্ক দল অংশগ্রহণ করে নারীর প্রতি সহিংসতা বন্ধের বিষয়ে এ বিতর্ক অনুষ্ঠানে। বিতর্কের চূড়ান্ত পর্বটি অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রুপ অব ডিবেটস (গডস) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (জেইউডিএস) মধ্যে। চূড়ান্ত পর্বে গডসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আয়োজনে সহযোগী জেইউডিএস। জেইউডিএসের নেত্রী বিপক্ষ দলের জোনাকাজন আহমেদ পান শ্রেষ্ঠ বক্তা খেতাব।
বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সভাপতি আব্দুন নূর তুষার বলেন, ‘নারীর প্রতি সহিংসতা রোধে তরুণ সমাজের ভূমিকাই সবচেয়ে বেশি। তাই তরুণ সমাজের ভেতরে বিশ্লেষণী ক্ষমতা সৃষ্টি করতে বিতর্কের এ আয়োজন। সমাজ আলোকিত করতে হলে আলোকিত করতে হবে আমাদের মন। শুদ্ধ ও সুন্দর মনের কোনো মানুষ নারীর প্রতি সহিংস আচরণ করতে পারে না। আর বিতর্কের মাধ্যমে শুদ্ধ মন তৈরি করে সমাজে নারীর প্রতি শ্রদ্ধাশীল মনোভাব তৈরি করতে চাই আমরা বিতার্কিকেরা।’
ইউএন উইম্যানের জাতীয় প্রোগ্রাম ম্যানেজার নাহিদ আহমেদ বলেন, ‘তরুণেরাই সমাজের সব বাধা ভাঙতে পারে। মনের শক্তি দিয়ে, স্বচ্ছতা দিয়ে, নিজে সচেতন হওয়ার পাশাপাশি সমাজে সবার মধ্যে সচেতনতার ঢেউ ছড়িয়ে দিতে পারে। বিতর্কের সেই সচেতনতা দিয়ে নারীর প্রতি নির্যাতন ও সহিংসতা বন্ধ করা সম্ভব। সে লক্ষ্যেই বিতর্কের এ বিশাল আয়োজন।’
আন্তবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা ২০১১-এর সমাপনী অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের নারীর প্রতি সহিংসতা রোধ বিষয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সংস্থাপন ও প্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব তরিকুল ইসলাম, লেখক আনিসুল হক ও ইউএন উইম্যানের ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার নাহিদ আহমেদ। সমাপনী অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য