বিশ্বকাপ শুরুর একেবারে শেষ মুহূর্তেও টলমল অবস্থায় ছিল পাকিস্তান ক্রিকেট পরিস্থিতি। ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা হয়ে গেলেও অধিনায়ক নির্বাচন নিয়ে দীর্ঘ সময় রশি টানাটানি চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডে। কিন্তু শেষ পর্যন্ত খেলা মাঠে গড়ানোর পর পুরোপুরিই পালটে গেল দৃশ্যপট। ‘এ’ গ্রুপে পাঁচটি ম্যাচে চারটিতেই জয় দিয়ে কোয়ার্টার ফাইনালটা নিশ্চিতই করে ফেলেছে আফ্রিদি-মিসবাহরা।
কিন্তু এতেই সন্তুষ্ট হতে পারছেন না শহীদ আফ্রিদি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষেও জয় চান পাকিস্তান অধিনায়ক। কোয়ার্টার ফাইনালে পা রাখতে চান গ্রুপের শীর্ষে থেকে। গতকাল ক্যান্ডিতে জিম্বাবুয়ের বিপক্ষে সাত উইকেটের জয়ের পর আফ্রিদি বলেছেন, ‘আমরা নিশ্চিতভাবেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অনেক ভালো খেলতে পারব। আমরা ম্যাচটা খুবই গুরুত্ব দিয়েই নিতে চাই।’
গতকাল পাকিস্তানের জয়ের নায়ক উমর গুলও গলা মিলিয়েছেন অধিনায়কের সঙ্গে। মাত্র ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারটা ঝুলিতে ভরার পর গুল বলেছেন, ‘আমরা এখন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটার জন্যই অপেক্ষা করছি। আমাদের প্রস্তুতি অনেক ভালো। আশা করছি আমরা আমাদের সেরা খেলাটাই খেলতে পারব।’
গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ পেয়েই নিজের যোগ্যতা খুব ভালোমতো প্রমাণ করেছেন আসাদ শফিক। আফ্রিদি তাই ম্যাচ শেষে আলাদাভাবেই প্রশংসা করেছেন এই ডানহাতি ব্যাটসম্যানের। বলেছেন, ‘শফিক অসাধারণ এক ইনিংস খেলেছে।’ শফিকও বিশ্বকাপের প্রথম ম্যাচে এমন পারফরমেন্সের পর খুবই উল্লসিত। ভবিষ্যতে সুযোগ পেলে আরও ভালো করার প্রত্যয়ও ঝরে পড়ল তাঁর কণ্ঠে, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচেই এমন একটা ইনিংস খেলতে পারাটা সত্যিই অসাধারণ ব্যাপার।’ ওয়েবসাইট।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।