৭ উইকেটের জয়, তবু কিছু হতাশা

বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০১১

মনে হচ্ছিল উদ্বোধনী জুটিতেই জয় তুলে নেবে অস্ট্রেলিয়া। জয় সেভাবে আসেনি। তিনটি উইকেট হারিয়ে তবেই জয়ের দেখা পেতে হয়েছে অস্ট্রেলিয়া। কানাডার ২১১ রানের জবাবে ৭ উইকেটের বড় জয়। তবু কিছু হতাশা রয়ে গেছে শেন ওয়াটসন ও ব্রাড হাডিনের।

সেঞ্চুরি না পাওয়ার দুঃখ নিয়ে ফিরছেন শেন ওয়াটসন
সেঞ্চুরি না পাওয়ার দুঃখ নিয়ে ফিরছেন শেন ওয়াটসন

প্রথমে ওয়াটসনের কথাই ধরুন। প্রথম দিকে ধীরে খেললেও ব্যাটে ঠিকই ঝড় তুলেছিলেন তিনি। চার-ছয়ের মহড়া দিয়ে সেঞ্চুরির পথ ধরেছিলেন। কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র ৬ রান দূরে থাকতে বাইদানের শিকারে পরিণত ওয়াটসন। ৯০ বলে ৯৪ রানের ইনিংসে রয়েছে ৯ চার, ৪ ছয়!
ওয়াটসনের মতো সেঞ্চুরি মিসের হতাশায় পুড়েছেন আরেক উদ্বোধনী ব্যাটসম্যান ব্রাড হাডিনও। তাঁর দুঃখ ১২ রানের। একে অপরের সঙ্গে যেন পাল্লা দিয়ে ব্যাটিং করেছেন দুজন। উদ্বোধনী জুটিতে আসে ১৮৩ রান! ৮৮ রানে থাকা হাডিনকে ফিরিয়ে প্রথম উইকেট শিকারের স্বাদ নেয় কানাডা। ম্যাচের ২৯তম ওভারে ব্রেক থ্রো-টা এনে জন ডেভিসন। বিদায়ী ম্যাচে ৪২-এ পা দিতে চলা ডেভিসনের প্রাপ্তি বলতে এটিই।
আগের পাঁচ ম্যাচে হার চারটিতে। জয় কেবল কেনিয়ার বিপক্ষে। বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুটা দুর্দান্তই হয়েছিল কানাডার। অসি বোলারদের কাঁপিয়ে দিয়েছিলেন হিরাল প্যাটেল, আশিস বাগাই ও জুবিন সুরকারি। তবে বাকিদের ব্যর্থতায় ২১১ রানেই গুটিয়ে যায় কানাডা।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কানাডার অধিনায়ক আশিস বাগাই। অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা এনে দেন হিরাল প্যাটেল। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে ৫ ওভার শেষেই কানাডার সংগ্রহ দাঁড়ায় ৬২ রান!
অস্ট্রেলিয়াকে বেশিক্ষণ জ্বালাতে পারেননি প্যাটেল। ৫ চার ও ৩ ছয়ে ৪৫ বলে ৫৪ রানের ইনিংস খেলার পর তাঁকে সাজঘরে ফেরান ওয়াটসন। অধিনায়ক আশিস বাগাই ৩৯ ও জুবিন সুরকারি ৩৪ রানের ইনিংস খেলে আউট হওয়ার পর বেশি দূর গড়ায়নি কানাডার ইনিংস। ব্রেট লির ঝড়ে ৪৫.৪ ওভারেই থেমে যায় কানাডা। অস্ট্রেলিয়ার হয়ে লি চারটি এবং টেইট ও ক্রেজা দুটি করে উইকেট শিকার করেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য