অনাগত বাচ্চার জন্য হবু মায়ের ডায়েট

বুধবার, ১৬ মার্চ, ২০১১

কথায় আছে, সুস্থ দেহে সুস্থ মন। ঠিক তদ্রুপ হবু মায়েদের জন্য বলা যায় গর্ভাবস্থায় যত বেশি ডায়েট তত বেশি সম্ভাবনা সুস্থ বাচ্চার।

http://rtnn.net/newsimage/sec_8/subsec_24/129553726020110120.jpg

ঠিক এরকমই একটা গবেষণা করে ফেললেন টেক্সাস বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য বিজ্ঞানের গবেষকরা। তারা তাদের গবেষণায় দেখান যে, যেসব গর্ভবতি মা গর্ভাবস্থায় কম ডায়েট গ্রহন করেন তাদের অনাগত বাচ্চার ব্রেইনের নিউরন কোষের মধ্যে সংযোগ দূর্বলভাবে হয়, কোষের বিভাজন কম হয়, গ্রোথ ফ্যাক্টর কম উৎপন্ন হয়। ফলে বাচ্চার ব্রেইন সঠিকভাবে গঠিত হতে পারেনা। এতে তাদের আইকিউ কমে যায় বা বুদ্ধিপ্রতিবন্ধি হয় এবং সামাজিক আচরনেও বিপরীত প্রভাব পড়ে। এছাড়াও যেসব জিন ব্রেইনের পূর্নতা ও কোষের স্বাভাবিক কাজ নিয়ন্ত্রন করে তাদের কার্যাবলিও সঠিক ভাবে নিয়ন্ত্রন হয়না।

গবেষকরা হবু মায়েদের উপর গর্ভাবস্থার প্রাথমিক সময়ে করা একটি পরীক্ষায় এক গ্রুপে হবু মায়েদের ডায়েট দেয়া হয় যতটা সম্ভব বেশি তারা গ্রহন করতে পারে অন্য গ্রুপে শতকরা ৩০ ভাগ কম দেয়া হয়। এতে করে তারা দেখতে পায় ডায়েট কিভাবে অনাগত বাচ্চার ব্রেইন গঠনে ভূমিকা রাখে।

তাই, হবু মায়েরা,বেশি করে ডায়েট গ্রহন করেন আর উৎফুল্ল থাকেন অনাগত বাচ্চার জন্য।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য