৩০০-ই হলো না ভারতের

রবিবার, ১৩ মার্চ, ২০১১

শুরুটা দুর্দান্তভাবে করেছিলেন দুই ভারতীয় ওপেনার বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকার। মাত্র ১৮ ওভারেই উদ্বোধনী জুটিতে যোগ করেছিলেন ১৪৪ রান। শেবাগ ৭৩ রান করে ফিরে যাওয়ার পরও থেমে থাকে নি ভারতের রানের চাকা। দ্বিতীয় উইকেটে আবারও ১২৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন শচীন ও গৌতম গম্ভীর। কিন্তু শুরুর মতো শেষটা হলো না ভারতের। ভারতীয় সমর্থকেরা যেখানে ৩৫০-৩৬০ রানের স্বপ্ন দেখছিলেন, সেখানে ৮ বল বাকি থাকতেই ২৯৬ রানেই গুটিয়ে গেছে ভারতীয় ইনিংস।

টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়ে উল্লাসে মেতেছেন দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা। এরপরই শুরু হয় ভারতের ব্
টেন্ডুলকারকে ফিরিয়ে দিয়ে উল্লাসে মেতেছেন দক্ষিন আফ্রিকার ক্রিকেটাররা।
এরপরই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়।

৪০তম ওভারে টেন্ডুলকার বিশ্বকাপের ষষ্ঠ সেঞ্চুরি করে ফিরে যাওয়ার পরই শুরু হয় ভারতের ব্যাটিং বিপর্যয়। ভারতের স্কোর তখন ২৬৭। পরের ওভারেই ৬৯ রান করে সাজঘরে ফেরেন গম্ভীর। এরপর শুধু আসা যাওয়াই করেছেন ভারতের বাকি ব্যাটসম্যানরা। ২৬৭ রানটাকে শেষ ১০ ওভারে ৩০০ পর্যন্তও নিয়ে যেতে পারেন নি যুবরাজ, কোহলি, ইউসুফ পাঠানরা। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে উইকেটের অপর প্রান্তে দাঁড়িয়ে হতাশ হয়ে দেখতে হয়েছে সতীর্থদের আসা-যাওয়া। শেষপর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ১২ রানে।
শেষ তিন ওভারে মাত্র ৪ রান দিয়ে পাঁচটি উইকেট নিয়েছেন ডেল স্টেইন। দুইটি উইকেট পেয়েছেন বাঁহাতি অফস্পিনার রবিন পিটারসেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য