সম্প্রতি চট্টগ্রামের বিভিন্ন বাসস্ট্যান্ড, বাজার ও রাস্তাঘাটে সাত থেকে ১০ বছরের শিশুরা পত্রিকা বিক্রির অসুস্থ প্রতিযোগিতায় মেতে উঠেছে। পত্রিকাগুলো তাদের কাটতি বাড়ানোর জন্য এই শিশুদের ব্যবহার করছে। কয়েকটি শিশুর সঙ্গে কথা বলে জানা গেল, তাদের মা-বাবারাই এ কাজে উৎসাহিত করেন। প্রতিদিন তারা পত্রিকা বিক্রি করে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত আয় করে। কথা হলো, যে সময় তাদের স্কুলে যাওয়ার কথা, সেই সময়টা তারা ব্যয় করছে পত্রিকা বিক্রির কাজে। এভাবে শত শত শিশু টাকার লোভে পড়ে কিংবা বাধ্য হয়ে শিক্ষার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। প্রত্যন্ত গ্রামাঞ্চল, শহরের বস্তি ও সুইপার কোলোনি যা-ই হোক না কেন, সব এলাকার শিশুদের শিক্ষা ও লেখাপড়া শেখা প্রয়োজন। শিশুর লেখাপড়ার জন্য মা-বাবাকেই অগ্রণী ভূমিকা পালন করতে হয়। আশা করি, সরকার এসব ছিন্নমূল ও পথশিশুদের মৌলিক অধিকার রক্ষার্থে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।
ওপেন মিডিয়া লাইন
প্রথম আলোর সাথে সাথে আমরাও যথাযথ কতৃপক্ষের দৃষ্টি আK©শন করছি।
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।