আশুগঞ্জ সার কারখানা দেড় মাস বন্ধ ঘোষণা

শনিবার, ২ এপ্রিল, ২০১১

দেশের ইউরিয়া সার উৎপাদনকারী অন্যতম প্রতিষ্ঠান আশুগঞ্জ সার কারখানার উৎপাদন দেড় মাস বন্ধ থাকবে। কারখানার যন্ত্রপাতি মেরামত বা ওভার হোলিং-এর জন্য বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা থেকে কারখানার উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_5/128479674120100918.jpg

জানা গেছে, যান্ত্রিক সমস্যা নিরসনে প্রতি ২ বছর অন্তর কারখানার ভারী যন্ত্রপাতি মেরামত করা হয়ে থাকে। সে অনুযায়ী এ কাজের জন্য বৃহস্পতিবার রাত ১২টায় কারখানার উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

মেরামতের কাজে জার্মানি, জাপান, ইংল্যান্ড, ভারত, ইতালিসহ বিভিন্ন দেশের প্রকৌশলীরা অংশ নিচ্ছেন। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা।

এ কারখানায় দৈনিক ১ হাজার ৬শ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হয়। আর দেড় মাস বন্ধ থাকায় সার উৎপাদন ব্যাহত হবে ৭২ হাজার টন। বর্তমানে কারখানায় ৩৫ হাজার মেট্রিক টন সার মজুদ রয়েছে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য