রনবীর কাপুরের সঙ্গে বিয়ে এবং পরে তা ভেঙ্গে যাওয়ার গুঞ্জনে ক্যাটরিনা কাইফ খুব বিরক্ত। তিনি ভগ্ন-হৃদয়ে এই গুজবকে রাবিশ বলে উল্লেখ করেছেন এবং গুজবটি সত্য থেকে কয়েক শত মাইল দূরে বলে উল্লেখ করেছেন। ক্যাটরিনা গণমাধ্যমকে বলেছেন, ‘গুজব-গুঞ্জন অবশ্য চলচ্চিত্র শিল্পের অলংকার বিশেষ।
এসবের দিকে তুচ্ছভাবে হেসে দিয়ে একজনের উচিত শুধু কাজের প্রতি মনোযোগী হওয়া।’ ক্যাটরিনা বলেন, ‘আমি কখনোই ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলি না। এখনো তাই। আমার কাছের লোকদের উদ্ধৃতি দিয়ে অনেক কথা লেখা হচ্ছে। ওসব কাছের লোক কারা আমি নিজেই তা জানি না। ’ তিনি আরো বলেন, ‘রনবীর আমার একজন ভালো বন্ধু।’ ক্যাটরিনা এর বাইরে আর কিছু ভাবা উচিত নয় বলে তিনি মনে করেন। ক্যাটরিনার এসব কথা তার আচরনের সঙ্গে একেবারেই সঙ্গতিহীন। কারণ তাদেরকে বহুদিনই মুম্বাইয়ের রাস্তাঘাটে রোমান্টিকভাবে চলাফেরা করতে দেখা গেছে। ফ্রাংকফুট থেকে মুম্বাই আসার পথে তারা অন্তরঙ্গ সময় কাটিয়েছেন বলে শোনা যায়। বর্তমান গুজবে বলা হচ্ছে, ক্যাটরিনা রনবীরকে সময় বেঁধে দিয়েছেন যে আগামী বছরের মার্চের মধ্যে রনবীরের তাকে বিয়ে করতে হবে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।