অনেক কারণেই শীর্ষে অবস্থান করছেন হলিউডের অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। আকর্ষণীয় ফিগার, স্টাইল সহ নানাদিক দিয়ে অন্য অনেকে নায়িকার চেয়ে এগিয়ে তিনি। আবারও শীর্ষে উঠে এলেন তিনি। তবে এবার আগের ক্যাটাগরিগুলোর জন্য নয়। হলিউডের সবচেয়ে আবেদনময়ী ঠোঁটের জন্য তিনি নির্বাচিত হয়েছেন। লস্ এঞ্জেলসের একটি ফ্যাশন বিষয়ক ম্যাগাজিন হলিডে ইনের সম্প্রতি চালানো একটি জরিপে শীর্ষস্থানীয় ঠোঁটের অধিকারী হোন জোলি।
আবেদনময়ী ঠোঁটের অধিকারী হিসেবে এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছেন স্কারলেট জেহানসন, তৃতীয় অবস্থানে ক্রিস্টেন স্টুয়ার্ট। এ সম্পর্কে ম্যাগাজিনের এক মুখপাত্র বলেছেন, চুমুর জন্য যে ধরনের ঠোঁট আমরা প্রত্যাশা করি তার শতভাগ আবেদনসম্পন্ন ঠোঁট হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির। তিনি ভার্সেটাইল গুণ ও রূপের অধিকারী। তার সৌন্দর্যের অন্যতম অংশ হলো ঠোঁট। যেটা শুধু আমরাই নই, দর্শক ও আমাদের ম্যাগাজিনের পাঠক তার ঠোঁটের পক্ষে ভোট দিয়ে প্রমাণিত করেছেন। প্রথমবারের মতো এ আয়োজনে আমরা দর্শক ও পাঠকদের দারুণ সাড়া পেয়েছি। এটা ইতিবাচক যে তারা এখন তারকাদের প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে বিচার করছে। এতে কিন্তু তারকারা একদিকে সচেতন হচ্ছে অন্যদিকে দর্শকরাও তারকাদের বিষয়ে মতামতের একটা নির্দিষ্ট প্লাটফর্ম পাচ্ছে। এদিকে হলিউডের শীর্ষ আবেদনময়ী ঠোঁটের অধিকারী নির্বাচিত হওয়ার অনুভূতি জানাতে গিয়ে জোলি বলেছেন, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ভক্ত ও হলিডে ইনের কাছে। দর্শকরা আমাকে ভোটের মাধ্যমে এ সম্মানের অধিকারী করায় আমি নিজেকে ধন্য মনে করছি। আসলে আমাদের প্রতিটি অঙ্গই গুরুত্বপূর্ণ। এসব অঙ্গ শৈল্পিকভাবে ফুটিয়ে তোলার মাধ্যমে একদিকে যেমন ছবির গ্ল্যামারের চাহিদা পূরণ হয়। অন্যদিকে দর্শকদের প্রত্যাশাও মেটে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।