উড়াল সড়ক নির্মাণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেয়া হবে!

মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১১

উড়াল সড়ক (এলিভেটেড এক্সপ্রেস ওয়ে) নির্মাণের প্রয়োজনে যাদের জমি অধিগ্রহণ করা হবে তাদেরকে আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি প্লট অথবা ফ্ল্যাট দেবে সরকার।

http://www.rtnn.net/newsimage/sec_6/subsec_22/129542695120110119.jpg

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয়া হয়।

সরকারি জমির পাশাপাশি কুড়িল এবং কমলাপুর থেকে কুতুবখালি পর্যন্ত ব্যক্তি-মালিকানার জমি অধিগ্রহণের সময় যেন শুধু প্রকৃত ক্ষতিগ্রস্তরা ক্ষতিপূরণ পায় সেই লক্ষ্যে এই আইন করা হয়েছে।

এছাড়া বৈঠকে অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সংরক্ষণে ১৯৯০ সালে জাতিসংঘে গৃহীত কনভেনশন অনুসমর্থনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে অনির্ধারিত বিষয়ের আলোচনায় প্রধানমন্ত্রী বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, আরাফাত রহমান কোকো ও মামুনের বিরুদ্ধে অর্থপাচার মামলাগুলো দ্রুত চাঙ্গা করার নির্দেশ দিয়েছেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য