সৌদি আরব প্রতি মাসে বাংলাদেশ থেকে ১০ হাজার মহিলা গৃহকর্মী নেবে জানিয়েছেন প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার সচিবালয়ে সফররত সৌদি অ্যারাবিয়ান ন্যাশনাল রিক্রুটিং প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, এসব গৃকর্মীকে সৌদি আরব যেতে কোনো ধরনের খরচ করতে হবে না। প্রত্যেক গৃহকর্মীর স্পন্সর হিসাবে ৮০০ মার্কিন ডলার পাওয়া যাবে, যা দিয়ে তার বিমান ভাড়া ও মেডিকেলসহ অন্যান্য খরচ মেটানো সম্ভব হবে।
তিনি বলেন, সৌদি যাওয়ার ক্ষেত্রে ২৫ থেকে ৩৫ বছরের মহিলারা অগ্রাধিকার পাবেন। এজন্য আগ্রহীদের রেজিস্ট্রেশন করে প্রশিক্ষণ নিতে হবে।
মোশাররফ বলেন, সরকার নির্ধারিত রিক্রুটিং এজেন্সি এই গৃহকর্মী পাঠাতে পারবে। এক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে সরকার তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।