সরকারের কাছে নারীনীতির সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি!

বুধবার, ৬ এপ্রিল, ২০১১

সরকারের কাছে নারী উন্নয়ন নীতির সুস্পষ্ট ব্যাখ্যা দাবি করেছে বিএনপি মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে যুবদলের এক আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন দাবির কথা জানান

http://rtnn.net/newsimage/sec_6/subsec_22/129661994420110202.jpg

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এতে আরো বক্তব্য রাখেন- বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব ও জ্যৈষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নেসার আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম প্রমুখ

খন্দকার মোশাররফ বলেন, সরকার নারীনীতির ব্যাখ্যা জনসম্মুখে প্রকাশ না করলে প্রমাণিত হবে- কুরআনবিরোধী নীতিমালায় সরকার বাস্তবায়ন করতে চাইছে

তিনি বলেন, ‘নারীনীতির বিরুদ্ধে এ দেশের আলেম সমাজ অবস্থান নিয়েছে তাদের দাবি এই নীতির মাধ্যমে কুরআন ও সুন্নাহকে আঘাত করা হয়েছে আর আপনারা (সরকার) শুধু বলছেন- কুরআনবিরোধী কিছুই করা হয়নি এ বিষয়ে আপনাদেরকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে যদি ব্যাখ্যা না দেন, তাহলে আমরা মনে করব- সরকার বিদেশি প্রভুদের পরামর্শে কুরআন এবং ইসলামের ওপর আঘাত করছে

বর্তমান সরকারকে ব্যর্থ এবং দুর্বল আখ্যা দিয়ে বিএনপির দায়িত্বপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, লাগাতার আন্দোলনের মাধ্যমে সরকারকে মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য করা হবে

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক অবস্থা দেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন এজন্য আমিনীর একার হরতাল হলেও এর নেপথ্যে বিএনপি-জামায়াত জোটের জড়িত থাকার প্রলাপ বকছেন

মির্জা ফখরুল বলেন, সোমবারের হরতালে এ দেশের ধর্মপ্রাণ মানুষের সমর্থন ছিল কারণ বাংলাদেশে শতকরা ৯৫ ভাগ লোক ধর্মপ্রাণ, ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে এদেশের মানুষ মেনে নেবে না

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য