বৈশাখ ১৪১৬!

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

আপাতনিষ্ঠুর প্রকৃতির প্রতিযোগে
জীর্ণ-শুষ্কক-দীর্ণ পাতার মতো
কালের সমুদ্রে কাল হয়েছে বিগত
চৈত্রশেষে আজ আবার দিয়েছে হাঁক,
রুদ্র-রুক্ষ, দুর্বিনীত, দুরন্ত বৈশাখ

সন্ত-শান্ত বসন্তের শেষে
সময়ের চক্র পূর্ণ করে
প্রবীণ সুর্য আকাশে উঠেছে
নবীন সুর্য হয়ে

পুরনো প্রভাত আসিয়াছে ফের,
নববর্ষের নবীন প্রভাত লয়ে

রমনার নবপত্রপল্লবিত বটমূলে,
ধানমন্ডির কল্লোলিত ঝিলে−;
চারুকলার মঙ্গল-মিছিলে,
চাটগাঁর ডিসি হিলে,
আজ বাঙালির শুভ জন্নদিন−,
আজ বাঙালির আনন্দ-উৎসব

নবপত্রবৎ জাতিবৃক্ষের পুনর্জন্ন আজ
আজ বিন্দুর মাঝে সিন্ধুর কলরব

হে সর্বপাপহারী বৈশাখের প্রিয় সুর্য−,
তিমিরবিনাশী হে আলোর সারথি−
তোমার ভুবন-ভাসানো আলোয়
তুমি ভরিয়ে দাও আমাদের আকাশ

আমরা প্রাণের আনন্দ নিয়ে বাঁচি

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য