শাকিব খানের বিপরীতে আবার অভিনয় করবেন অপু বিশ্বাস ও রোমানা। শাহাদাত হোসেন লিটনের নির্মিতব্য 'ভুলবো না তোমাকে' চলচ্চিত্রে তিনজনকে একসঙ্গে দেখা যাবে। ত্রিভুজ প্রেমের এ চলচ্চিত্রের গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। অপু বিশ্বাস বলেন, 'প্রেমে পড়েছি' চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে এর আগেও রোমানার সঙ্গে কাজ করেছি। এর নির্মাতাও ছিলেন লিটন ভাই। তাছাড়া শাকিব খান তো আমার অধিকাংশ চলচ্চিত্রের নায়ক। আমাদের তিনজনের একসঙ্গে কাজ করার আনন্দ-অভিজ্ঞতা তো রয়েছেই।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।