হানিফ সংকেতের সফল এক্সপেরিমেন্ট!

মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০১১

এক্সপেরিমেন্টে সফল হয়েছেন নির্মাতা ও উপস্থাপক হানিফ সংকেত তবে তিনি এ সফলতাকে মোটা দাগে প্রকাশ করতে চান না তিনি বলেন, আমি জানি বিজ্ঞাপন ছাড়া কোনো মিডিয়া বা অনুষ্ঠান চলতে পারে না তারপরও চেষ্টা করেছি যতটা সম্ভব কম বিজ্ঞাপন ব্যবহার করে অনুষ্ঠানটি পরিচালনা করতে কতটা সফল হয়েছি তার চূড়ান্ত বিচারক দর্শকরা

http://bd-pratidin.com/admin/news_images/339/image_339_58839.jpg

হানিফ সংকেত স্বপ্ন পূরণের এ এক্সপেরিমেন্টটি চালিয়েছিলেন স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনের ষষ্ঠ বছরে পদার্পণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হলভর্তি দর্শক মন্ত্রমুগ্ধের মতো এ অনুষ্ঠানটি উপভোগ করেছেন বাংলাভিশনের বর্ষপূতিতে দেড় ঘণ্টা ব্যাপ্তির 'বিশেষ আনন্দ আয়োজন' সরাসরি সম্প্রচারের পরিকল্পক ও পরিচালক হিসেবে তিনি কম বিজ্ঞাপনে এবং নতুন ধারণার অনুষ্ঠান নির্মাণের এক্সপেরিমেন্টে সফল বাস্তবায়ন ঘটিয়েছেন

এ অনুষ্ঠানে রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের গাওয়া গানে মূর্ছনায় মেতেছিল দর্শকরা এরপর হানিফ সংকেতের পরিকল্পনায় পরিবেশিত একের পর এক গান, নাচ, কৌতুক, গম্ভীরা, নাট্যাংশ, সচেতনতামূলক নানান আয়োজনেও ছিল ব্যতিক্রম ও নতুত্বের ছাপ তিনি অনুষ্ঠানের প্রতিটি পর্বকে গেঁথেছেন আরেকটি পর্বের মিল রেখে অনুষ্ঠানে মাজনুন মিজান, সিদ্দিক, মীর সাবি্বর, আনিসুর রহমান মিলন, সজল, ইমন, বিদ্যা সিনহা মীম, রোমানা, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আরফান, হৃদয় খান, আরেফিন রুমি, কণা, নওশীন, মুনমুন প্রমুখের উপস্থিতি ও পারফরম্যান্সে ছিল নির্মাতার হানিফ সংকেতের সৃজনশীলতার ছাপ এ ছাপ ছিল দর্শক সারিতে বসা ব্যারিস্টার রফিক, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান, সেলিনা হোসেন, হুমায়ুন ফরীদিকে অনুষ্ঠানে উপস্থাপনার মধ্যেও এছাড়া পাহাড়ি কন্যাদের অংশগ্রহণে পাহাড়ি নৃত্য-সংগীত, অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে যাত্রাপালার অংশবিশেষ, ফেরদৌস ও তারিনের অংশগ্রহণে গানের সঙ্গে নাচের পারফরমেন্সও দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে সাজু খাদেম, শাহরিয়ার নাজিম জয়, মিশা সওদাগর, চঞ্চল চৌধুরী, আলভী, মাসুদ আলী খানসহ বেশ ক'জনকে উপস্থাপনেও লক্ষ্যণীয় ছিল পরিকল্পনা ও নির্মাণের দক্ষতা আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল চিত্রনায়ক শাকিব খানের পারফরমেন্স শাকিব খান চারটি গানের সঙ্গে নাচেন এছাড়া দেশসেরা দুই নৃত্যশিল্পী শামীম আরা নীপা ও শিবলীর দ্বৈত নৃত্য পরিবেশন করেন বাংলাভিশনের সংবাদকর্মীদের সংবাদসংগ্রহের নানা দিক নিয়ে পরিবেশিত একটি বিশেষ পর্বে আবারও হানিফ সংকেতের নির্মাণ নৈপুণ্যের প্রমাণ মিলেছে তার এ নৈপুণ্য ও এক্সিপেরিমেন্ট বাংলাভিশনের সেদিনের আয়োজনটিকে দিয়েছিল একটি জাদুকরী নতুনত্ব তাই নির্দি্বধায় বলা যায়, দীর্ঘ অভিজ্ঞতার আলোকে হানিফ সংকেতের এক্সপেরিমেন্ট সফল হয়েছে

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য