বিএনপি সংসদে যোগ দিতে পারে আজ

সোমবার, ১৪ মার্চ, ২০১১

প্রধান বিরোধী দল বিএনপি ও তাদের শরিকেরা আজ সোমবার সংসদ অধিবেশনে যোগ দিতে পারে।
গতকাল রোববার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক এমন ইঙ্গিত দেন। বিএনপির দাবি, সদস্যপদ রক্ষা নয়, জাতির সমস্যা তুলে ধরতেই তারা সংসদে যোগ দেবে।
সর্বশেষ গত বছরের ২ জুন বিএনপি সংসদে গিয়েছিল। এর পর থেকে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের সাংসদেরা অধিবেশন বর্জন করে আসছেন। তবে মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক ও বিদেশভ্রমণসহ অন্যান্য কর্মকাণ্ডে নিয়মিত অংশ নিয়েছেন বিএনপি ও জোটের দুই শরিক দলের সাংসদেরা।
সংবিধান অনুযায়ী স্পিকারের অনুমতি ছাড়া টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট সাংসদের সদস্যপদ বাতিল হয়ে যাবে। বিএনপির সাংসদেরা ৭০ থেকে ৭৯ দিন পর্যন্ত টানা অনুপস্থিত আছেন।
সংবাদ সম্মেলনে জয়নাল আবদিন জানান, আজ বিকেল চারটায় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে সংসদে যোগ দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হবে। বৈঠকটি হবে সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কক্ষে। তবে বিএনপির কয়েকজন সাংসদ জানিয়েছেন, সংসদীয় দলের বৈঠক শেষে আজই বিএনপি সংসদে ফিরতে পারে।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জয়নাল আবদিন বলেন, ‘সংসদ সদস্যপদ রক্ষার জন্য নয়, দেশ ও জাতির সমস্যা তুলে ধরতেই আমরা সংসদে যোগদানের সিদ্ধান্ত নিয়েছি। বিভিন্ন বিষয় নিয়ে সংসদে বিএনপি সদস্যদের দেওয়া মুলতবি প্রস্তাব নিয়ে আলোচনার সুযোগ চাইবে বিরোধী দল। সরকারি দল এসব বিষয়ে আলোচনার সুযোগ দেয় কি না, তা আমরা দেখতে চাই। সংসদের পরিবেশ ঠিক হয়েছে কি না, তা-ও প্রমাণ হবে।’”
বর্তমান সংসদে চারদলীয় জোটের ৩৯ জন সাংসদ আছেন। এর মধ্যে বিএনপির ৩৬, জামায়াতের দুই ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) একজন। জামায়াত ও বিজেপির নেতারা বলেছেন, বিএনপির চেয়ারপারসন যেদিন অধিবেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেবেন, তাঁরাও সেদিন সংসদে যাবেন।
গতকালের সংবাদ সম্মেলনে জয়নাল আবদিন বিমান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় উপকমিটির তদন্ত প্রতিবেদনের সমালোচনা করেন। বিমানের দুর্নীতি-সম্পর্কিত ওই প্রতিবেদনে সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর নাছিরউদ্দিন ও খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের নেতৃত্বে দুর্নীতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি বলেন, কমিটি ১৮ বছরের দুর্নীতির হিসাব দিয়েছে দাবি করলেও আওয়ামী লীগের শাসনামলের (১৯৯৬ থেকে ২০০১) দুর্নীতির কোনো হিসাব দেয়নি।
সংবাদ সম্মেলনে বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, শহীদ উদ্দীন চৌধুরী, মেসবাহ উদ্দিন ফরহাদ, জামায়াতের আ ন ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য