
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের জীবনী নিয়ে ছবি তৈরির পরিকল্পনা করছে হলিউড। অস্ট্রেলিয়ার সাংবাদিক অ্যান্ড্রু ফাউলারের বই দি মোস্ট ডেঞ্জেরাস ম্যান ইন দি ওয়ার্ল্ড অবলম্বনে এটি নির্মাণ করবেন প্রযোজক ব্যারি জোসেফসন ও মিশেল ক্রাম। বইটিতে জুলিয়ান অ্যাসাঞ্জের কৈশোর থেকে শুরু করে তার বর্তমান জীবন তুলে ধরেছেন। এখানে ২০০৬ সালে তার উইকিলিকস প্রতিষ্ঠা এবং আমেরিকার গোপন কূটনৈতিক ও সামরিক নথিপত্র প্রকাশের কথাও বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। জুলিয়ান অ্যাসাঞ্জ সম্প্রতি ব্রিটেনে দায়ের করা সুইডেনের যৌন অপরাধ বিষয়ের মামলা থেকে জামিন পেয়েছেন। অ্যাসাঞ্জ তার আত্মজীবনী লিখছেন, যা এসব আইনি জটিলতার সুরাহা করতে তাকে সহযোগিতা করবে বলে তিনি মনে করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।