সেরা ছবি মাই নেম ইজ খান

বুধবার, ১৬ মার্চ, ২০১১

http://rtnn.net/newsimage/sec_12/subsec_28/129649949520110131.bmp

শনিবার মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে আয়োজিত ৫৬তম ফিল্মফেয়ার আসরে সেরা ছবি নির্বাচিত হলো মাই নেম ইজ খান। এছাড়াও উড়ান-ছবিটি সমালোচক বিভাগে সেরা ছবি, সেরা গল্প, সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা চিত্রনাট্যসহ মোট আটটি পুরস্কার জিতেছে। মাই নেম ইজ খান ছবিতে অভিনয় করে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাহরুখ খান। সেরা অভিনেত্রীও একই ছবির কাজল। সেরা পরিচালক করণ জোহর। ইশকিয়া ছবির ব্যতিক্রমী চরিত্রটি বিদ্যা বালান সমালোচক বিভাগে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এ ছাড়া সালমানের দাবাং সেরা ছবি, সেরা নবীন অভিনেত্রী (সোনাক্ষী সিনহা), সেরা সংগীত (সাজিদ-ওয়াজিদ ও ললিত পণ্ডিত), সেরা অ্যাকশনসহ (বিজয়ন মাস্টার) সব মিলিয়ে পাঁচটি বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার জিতেছে ।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য