ম্যাচ সেরা তিলকরত্নে দিলশান
ভিত্তিটা গড়ে দিয়েছিলেন তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গা। সেঞ্চুরি তুলে নিয়েছেন দুজনই। গড়েছেন বিশ্বকাপ আসরের উদ্বোধনী জুটিতে ২৮২ রান তোলার নতুন রেকর্ড। জবাবে ব্রেন্ডন টেইলরের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ের পরও বেশি দূর এগোতে পারেনি জিম্বাবুয়ে। তারা অলআউট ১৮৮ রানে। ক্যান্ডিতে শ্রীলঙ্কার জয় ১৩৯ রানের।
ব্যাটে-বলে সমানতালে সফল দিলশান, ম্যাচ সেরাও তিনি। ব্যাট হাতে খেললেন ১৪৪ রানের এক অসাধারণ ইনিংস। কম গেলেন না বল হাতেও। চারটি উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়েকে ৩৯ ওভারে গুটিয়ে দিয়েছেন তো তিনিই! মুরালিধরন তিনটি ও ম্যাথুস নেন দুটি উইকেট।
শ্রীলঙ্কার ৩২৭ রানের জবাবে ভালোই চ্যালেঞ্জ জানিয়েছিল জিম্বাবুয়ে। ব্রেন্ডন টেইলর ও রেজিস চাকাভার উদ্বোধনী জুটিতে আসে ১১৬ রান। ম্যাচটা যে একতরফা হয়নি, তা অবশ্য টেইলরের কল্যাণেই। ৭২ বলে ৯ চার ও এক ছয়ে ৮০ রানের ইনিংস খেলেন এই ব্যাটসম্যান।
রেকর্ড গড়া শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে আসে ২৮২ রান! সেঞ্চুরি পেয়েছেন দিলশান, থারাঙ্গা দুজনই। ব্যক্তিগত ১৩৩ রানে সাজঘরে ফেরেন থারাঙ্গা। পরের ওভারেই বিদায় ১৪৪ রানে থাকা দিলশানের।
শেষের দিকে দ্রুত উইকেট না পড়লে শ্রীলঙ্কার ইনিংসটা বড় হতে পারত আরও। ৪৪.৪ ওভারে প্রথম উইকেটের পতন। আর ৪৮ ওভারে নেই ষষ্ঠ উইকেট! জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন ক্রিস্টোফার এমপফু।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।