আফ্রিদিকে ইমরানের পরামর্শ

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

ভয়, কিসের ভয়! ইমরান খানের চোখ যেন কপালে উঠে গেছে পাকিস্তান ভারতে গিয়ে খেলতে ভয় পাচ্ছে কেন, ইমরান তা বুঝতেই পারছেন না
ভয়ের কথাটা কয়েক দিন আগে বলেছিলেন পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি সতীর্থদের প্রতি আফ্রিদির আহ্বান ছিল, গ্রুপ পর্বে সব ম্যাচ জিততে হবে, আর না হলে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি তাঁদের খেলতে হবে ভারতে গিয়ে নকআউট পর্বের স্নায়ুচাপের প্রথম ম্যাচটি তাঁরা খেলতে চান না ‘বৈরী’ দেশে তবে পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান আফ্রিদির এই মনোভাবকে সমর্থন করতে পারছেন না তাঁর কথা, কোয়ার্টার ফাইনালে ভারতে গিয়ে ভারতকেই হারানোর মানসিকতা তৈরি করে নিক পাকিস্তান
ভারত, শ্রীলঙ্কা বা বাংলাদেশ যদি নকআউট পর্বে ওঠে তাহলে স্বাগতিকদের নিজের দেশে খেলার সম্ভাবনা থাকবে আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত এমন ইঙ্গিতই দিয়েছেন সে ক্ষেত্রে কোয়ার্টার ফাইনালেই যদি মুখোমুখি হয়ে যায় দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান, ম্যাচটি হবে আহমেদাবাদে পাকিস্তান অবশ্য শেষ আটেই ভারতের মুখোমুখি হতে চায় না
যদিও ইমরান মনে করেন, কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে খেলাটা পাকিস্তানের জন্য ভালোই হবে, ‘নকআউট পর্বে নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে যেকোনো ম্যাচেই ভারত বেশি চাপে থাকবে পাকিস্তানের বিপক্ষে যেকোনো ম্যাচেই ভারতের কাছে সে দেশের মানুষের অনেক বেশি প্রত্যাশা থাকে এটা ওরা ভালো করেই জানে আর এটা তো বিশ্বকাপ
ইমরান এ-ও মনে করেন, কোয়ার্টার ফাইনালটা পাকিস্তান ভারতে গিয়ে খেলতে চায় না—এ ধরনের কথাবার্তা মানসিক দিক দিয়ে পিছিয়ে দিয়েছে তাঁদের, ‘আমরা যে ভারতের বিপক্ষে ভারতে খেলতে চাই না, এটা ঢাক পিটিয়ে মানুষকে জানানোর প্রয়োজন কী ছিল! আমার মনে হয়, আফ্রিদির বলা উচিত ছিল, আমরা ভারতের বিপক্ষে ভারতে খেলার জন্য উন্মুখ হয়ে আছি’ ওয়েবসাইট

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য