দলীয় ৩২ রানে প্রথম, আর ৫৩ রানে তৃতীয় উইকেটের পতন। তবে জোড়া হাফ সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছে ইংল্যান্ড। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অ্যান্ড্রু স্ট্রাউসের দলের সংগ্রহ ৩৬ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। এউইন মরগান ৫৩ ও জোনাথন ট্রট ৫০ রানে অপরাজিত আছেন।

প্রাইওরকে আউট করার পর বাংলাদেশের খেলোয়াড়দের উল্লাস
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ৫৮ রানে অল আউট হওয়ার গ্লানি। সব হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের। দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন সাকিব আল হাসান। ম্যাট প্রিয়র ১৫, অ্যান্ড্রু স্ট্রাউস ১৮ ও ইয়ান বেল ৫ রান করে আউট হন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।