আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বড় হার। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন ৫৮ রানে অল আউট হওয়ার গ্লানি। সব হতাশা পেছনে ফেলে ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে শুরুটা ভালোই হয়েছে টাইগারদের।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৪৩ ওভারে ৪ উইকেটে ১৮১ রান। জোনাথন ট্রট ৬৭ রানে অপরাজিত আছেন। দলীয় ৩২ রানে প্রথম, আর ৫৩ রানে তৃতীয় উইকেটের পতন ইংল্যান্ডের। এর পর ট্রট ও এউইন মরগানের ১০৯ রানের জুটি। ব্যক্তিগত ৬৩ রানে নাঈম ইসলামের শিকারে পরিণত হন মরগান।
দিবা-রাত্রির এই ম্যাচে টস জিতে ফিল্ডিং নেন সাকিব আল হাসান। দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা এনে দেন বোলাররা। ম্যাট প্রিয়র ১৫, অ্যান্ড্রু স্ট্রাউস ১৮ ও ইয়ান বেল ৫ রান করে আউট হন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।