নানা রূপে বদলাচ্ছে সাকিবের দল?

বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০১১

‘আমাদের প্রিয় দল এবং তার অধিনায়ক’—সম্বোধনেই বোঝা যায় চিঠির প্রেরক কারা টিম হোটেলে গিয়ে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ও সহ-অধিনায়ক তামিম ইকবালকে কাল সকালে এই চিঠি পৌঁছে দিয়েছে চট্টগ্রামের একদল তরুণ সমর্থক ‘ভিক্টোরি হ্যাজ হান্ড্রেড ফাদার্স বাট ডিফিট ইজ এন অরফান’ কথাটা জেনেও ওই তরুণ দল বাংলাদেশ দলের অধিনায়ক এবং তার দলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চিঠিতে ভক্তদের অতিপ্রতিক্রিয়াশীল আচরণের জন্য ক্ষমা চেয়ে চট্টগ্রাম এবং দেশের সব সমর্থকের পক্ষ থেকে জানানো হয়েছে শুভকামনা

অনুশীলনে যাওয়ার জন্য বাসে উঠবেন, সেই সময় সাকিব-তামিমের হাতে ফুল তুলে দিল এই কিশোর ভক্তরা। এর আগে �
অনুশীলনে যাওয়ার জন্য বাসে উঠবেন, সেই সময় সাকিব-তামিমের হাতে ফুল তুলে দিল এই কিশোর ভক্তরা।
এর আগে ব্যানার-পোস্টার হাতে নিয়ে ভক্তরা জানিয়ে দিয়েছে, ‘আমরা বাংলাদেশ দলের পাশে আছি সব সময়’

৫৮ রানে অলআউট হওয়ার গ্লানি অবচেতনে হলেও থাকবে, আছে সমালোচকদের কাটা-ছেঁড়ার জ্বালা এবং নিজেদের ফিরে পাওয়ার সুতীব্র তাড়না তবে আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বেশি প্রয়োজন ওই শুভকামনাটুকু বিশ্বকাপে বাংলাদেশের ভবিষ্যৎটা পেন্ডুলামের মতো দুলছে এ ম্যাচের ওপর সেটিকে জয়ের আঘাতে থামিয়ে দেওয়ার দায়িত্ব সাকিবের দলের সঙ্গে চট্টগ্রামের ক্রিকেটপ্রেমী দর্শকদেরও কম নয় ইংল্যান্ড বড় দল, তাদের হারানো কঠিন—সবই ঠিক আছে তার পরও আশার পালে কিঞ্চিৎ হাওয়া লাগছে সহ-অধিনায়ক তামিম ইকবালের কথায় কথাটা সাধারণ, তবু তো ধ্বংসস্তূপ থেকে মাথা তুলে দাঁড়ানোর শপথ, ‘আমরা ঠিক আছি আগের ম্যাচের হতাশা সবাই ভুলে গেছে ভালো ক্রিকেট খেললে সবই সম্ভব
ভালো ক্রিকেট খেলার ছকে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে একাদশে পরিবর্তন কাল দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন চলার সময় ড্রেসিংরুমে আলোচনা হয়েছে অধিনায়ক সাকিব ও প্রধান নির্বাচক রফিকুল আলমের মধ্যে আলোচনার বিষয়, কালকের ম্যাচের একাদশ সন্ধ্যায় এ নিয়ে সভায় বসেছিল পুরো টিম ম্যানেজমেন্টই বাতাসে যেটুকু গুঞ্জন, তাতে মোহাম্মদ আশরাফুলকে বসিয়ে মাহমুদউল্লাহকে দলে ফেরানোর সম্ভাবনা প্রবল খুব সূক্ষ্মভাবে হলেও এক পেসারের চিন্তাটা আছে সে ক্ষেত্রে রুবেল হোসেনের জায়গায় দেখা যেতে পারে মোহাম্মদ সোহরাওয়ার্দীকে ইংল্যান্ডের মিডল-অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানদের কথা চিন্তা করে নাঈম ইসলামকে সম্ভবত রাখা হচ্ছে দলে এ ছাড়া সম্ভাবনা আছে ব্যাটিং-অর্ডারে আবারও পরিবর্তন আনার চার নম্বরে রকিবুল হাসানকে ফিরিয়ে ছয়ে চলে যেতে পারেন মুশফিকুর রহিম জিতলে পরের ম্যাচে উইনিং কম্বিনেশন ধরে রাখার নিয়ম বাজেভাবে হারলে বোধ হয় দলের খোলনলচেই পাল্টে ফেলতে হয়!
চট্টগ্রামে ম্যাচ হলে উইকেট নিয়েও জোর আলোচনা থাকে ইংল্যান্ড ম্যাচের আগেও আছে ধারণা করা হচ্ছে, এই উইকেটে রান তোলা একটু কঠিন হবে উইকেট হয়ে উঠতে পারে স্পিনারদের বন্ধু, পেসারদের বিমাতা উইকেট সম্পর্কে এই ধারণা দিলেন চট্টগ্রামের ‘লোকাল হিরো’ তামিম এ নিয়ে চতুর্থবারের মতো বাংলাদেশে আসা ইংল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান এউইন মরগানেরও তা-ই মনে হচ্ছে, ‘এখানকার উইকেটে টার্ন বেশি, বাউন্স অসম
ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর গত কয়েক দিনে বাংলাদেশের ক্রিকেট নেতিবাচক কারণেই শিরোনাম হয়েছে বেশি ৫৮ রানে অলআউট হওয়ার জন্য পুরো দলই দাঁড়িয়ে ছিল কাঠগড়ায়, সঙ্গে অধিনায়ক সাকিব আল হাসানের লেখা একটা কলাম নিয়েও কম বিতর্ক হয়নি তবে আবার আরেকটা ম্যাচের আগে এ সবকিছু থেকেই দূরে সরে থাকতে চাইছেন ক্রিকেট ও ক্রিকেটাররা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলা এবং কলাম লেখায় বিসিবি বিধিনিষেধ আরোপ করলেও এ নিয়ে কোনো ধরনের প্রতিক্রিয়াই দেখাচ্ছে না কেউ এ মুহূর্তে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের কোনো চুক্তি নেই, চুক্তি নেই বলে বোর্ডের কাছে এক মাসের বেতনও পাওনা হয়ে আছে তাঁদের এ অবস্থায় বোর্ড খেলোয়াড়দের ওপর আদৌ কোনো বিধিনিষেধ আরোপ করতে পারে কি না, সাধারণ্যে প্রশ্নটা আছে তবে খেলোয়াড়দের কেউ প্রশ্নটা নিচ্ছেন না আগে তো খেলা!

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য