বাংলাদেশের কাছে পাকিস্তানের নিঃশর্ত ক্ষমা চাওয়া উচিত

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

একাত্তরে গণহত্যাসহ মানবতাবিরোধী সব ধরনের অপরাধের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তান সরকারের নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন সাবেক ক্রিকেট তারকা ইমরান খান।

ইমরান খান
ইমরান খান

গতকাল বুধবার দুপুরে জিয়ো নিউজ ও জিয়ো সুপার টিভিতে সরাসরি সম্প্রচারিত টক শোতে ইমরান খান এ দাবি তোলেন। ঢাকার মিরপুর স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরুর আগে তাঁর এ বক্তব্য পাকিস্তানিদের বিস্মিত করেছে।
জানা মতে, এই প্রথম পাকিস্তানের কোনো বিশিষ্ট নাগরিক সরাসরি সম্প্রচারিত কোনো টিভি অনুষ্ঠানে বাংলাদেশের কাছে পাকিস্তানের ক্ষমা প্রার্থনার দাবি তুললেন।
জিয়ো টিভির টক শোতে ইমরান খানের সাক্ষাৎকার নেন চ্যানেলটির নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হামিদ মির। ঢাকায় বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরুর আগে ইমরানের কাছে হামিদের প্রশ্ন ছিল, মিরপুরে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি কী আচরণ আশা করেন। ইমরানের উত্তর ছিল: পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানাবে বাংলাদেশ।
হামিদ তখন বলেন, আজ ২৩ মার্চ পাকিস্তান দিবস। এ দিনে আপনার প্রত্যাশা, বাংলাদেশের দর্শক পাকিস্তান দলকে সমর্থন জানাবে। আপনার কি মনে হয় না, একাত্তরে সামরিক অভিযানের জন্য বাংলাদেশের জনগণের কাছে পাকিস্তানের ক্ষমা চাওয়ার সময় এসেছে?
এ বিষয়ে হামিদ মিরকে সমর্থন জানান ইমরান খান। তিনি বলেন, অতীতে তাঁর মত ছিল, সামরিক অভিযান ভালো পন্থা। কারণ একাত্তরে কোনো নিরপেক্ষ গণমাধ্যম ছিল না।
১৯৭১ সালে তাঁর লন্ডনের দিনগুলোর স্মৃতিচারণা করে ইমরান আরও বলেন, ‘সে সময় আসলে কী ঘটেছিল, তাঁর নির্মম রূপটা বাংলাদেশি বন্ধুদের কাছ থেকেই জেনেছিলাম। আর ১৯৮৯ সালে মিরপুরে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে গিয়ে বাংলাদেশের জনগণের ভালোবাসা পেয়েছি।’
ইমরান খানের মতে, সামরিক অভিযানকে পাকিস্তানে সব সময় ঘৃণার চোখে দেখা হয়। আর একাত্তরের জন্য পাকিস্তানকে অবশ্যই বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে।
পাকিস্তানের এই ক্রিকেট কিংবদন্তি আরও বলেন, ‘অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বেলুচিস্তান ও আদিবাসী-অধ্যুষিত এলাকাগুলোতে ভুলের পুনরাবৃত্তি করাটা আমাদের জন্য ঠিক হবে না। যদিও মার্কিন চাপের কারণে ওই এলাকাগুলোতে আমরা সেনা অভিযান চালাচ্ছি।’

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য