‘ফখরুদ্দিন-মঈনুদ্দিনের বিরুদ্ধে বিএনপি মামলা করছে না কেন’

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

বিরোধী দলের বিগত তত্ত্বাবধায়ক সরকারের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত তত্ত্বাধায়ক সরকারের সবাই বিএনপির লোক ছিল। ‘ফখরুদ্দিন-মঈনুদ্দিনের বিরুদ্ধে উনারা মামলা করেন না কেন?’

http://rtnn.net/newsimage/sec_1/subsec_1/130098313720110324.jpg

বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

শেখ হাসিনা বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, ‘ইয়াজউদ্দিন ছিলেন জিয়া পরিষদের লোক। নয় জনকে ডিঙিয়ে নিজেদের অনুগত মঈনুদ্দিনকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন। দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদককে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করতে চেয়েছিলেন।’

তিনি বলেন, ‘সবাই তো আপনাদের লোক। তারা আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। আপনারাই তাদের বিরুদ্ধে এখন মামলা করুন। সব কিছু আমাদের ওপর চাপান কেন?’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের সম্পদ বিদেশিদের কাছে বিক্রি করতে চাইনি বলে জনগণের ভোট পাওয়া সত্ত্বেও ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেয়া হয়নি। দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার নীতি আমাদের নয়।’

এর আগে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ তার বক্তব্যে সর্বদলীয় সংসদীয় কমিটি গঠন করে বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার দাবি করেন। প্রধানমন্ত্রীকে কমিটির গঠনের প্রস্তাব দিয়ে বিরোধী দলের পক্ষ থেকে সহযোগিতার কথা বলেন তিনি।

রাজনৈতিক বিভ্রান্তি সৃষ্টি করতেই যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয়া হয়েছে মন্তব্য করে মওদুদ আহমদ বলেন, ’৭২ থেকে ’৭৫ এবং ’৯৬ থেকে ২০০১ সালে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার করেনি কেন? এখন নিজেদের ব্যর্থতা ঢাকতে এই বিচার শুরু হয়েছে।

সাবেক স্পিকার ও বিএনপি দলীয় সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বলেন, একমাত্র জাতীয় সংসদই সংবিধান সংশোধন করতে পারে। আদালত সংবিধান সংশোধন করলে সংসদের আর কোনো অস্তিত্ব থাকে না।

এর আগে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকেল ৪টা ২০ মিনিটে দিনের কার্যক্রম শুরু হয়। টানা ৭৪ কার্যদিবস অনুপস্থিতির পর গত ১৬ মার্চ প্রধান বিরোধী দল বিএনপি সংসদে ফিরে এসে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নেয়। আজ সংসদের চলতি অধিবেশনের সমাপণী দিন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য