জয়ের দুই নায়ক মাহমুদউল্লাহ-শফিউল

শুক্রবার, ১১ মার্চ, ২০১১

আবার শফিউল বাংলাদেশের হিরো। আয়ারল্যান্ডের বিপক্ষে বল হাতে নিজের দ্বিতীয় স্পেলে আগুন ঝড়িয়ে বাংলাদেশকে এনে দিয়েছিলেন রুদ্ধশ্বাস এক জয়। আজ ইংল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে জ্বলে উঠলেন বগুড়ার এই তরুণ। অ্যান্ডারসন, সোয়ান, ব্রেসনানদের বিপক্ষে দুরন্ত সাহসে ব্যাট ঘুরিয়ে বাংলাদেশকে এনে দিলেন মধুরতম এক জয়। তাঁর ২৪ বলে ২৪ রান চরম হতাশা থেকে বাংলাদেশকে এনে দাঁড় করিয়েছে দারুণ এক স্বপ্নের দ্বারপ্রান্তে। সেই স্বপ্ন বিশ্বকাপে গ্রুপ বি’র অন্যতম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে নিজেদের স্থান পাকাপোক্ত করা।

শফিউল ও মাহমুদউল্লাহর অসাধারণ জুটি বাংলাদেশকে এনে দিয়েছে অবিস্মরনীয় এক জয়
শফিউল ও মাহমুদউল্লাহর অসাধারণ জুটি বাংলাদেশকে এনে দিয়েছে অবিস্মরনীয় এক জয়

মাহমুদউল্লাহ গত দুই ম্যাচে দলে ছিলেন না। আজ ইংল্যান্ডের বিপক্ষে দলে ফিরেই ব্যাটে-বলে দারুণ পারফর্ম করলেন। বল হাতে ১ উইকেট ও ব্যাটিংয়ের নেমে শফিউলকে সঙ্গে নিয়ে খাদের কীনারা থেকে দলকে টেনে তুললেন। পরম নির্ভরতা দিলেন দলকে। ৪২ বল খেলে ২১ রান করলেন। সবচেয়ে বড় কথা, শফিউলকে সহায়তা করে দারুণ এক জুটি গড়লেন। অষ্টম উইকেট জুটিতে ৫৮ রান যোগ করে অবিস্মরণীয় এক জয়ের কান্ডারি হলেন।
মাহমুদউল্লাহ-শফিউলের জুটিটি ছিল ৫৮ রানের। সেই ‘৫৮’ রান। যা দুঃস্বপ্ন হয়ে তাড়া করছিল গোটা বাংলাদেশ দলকে। ৫৮ সংখ্যাটি আবার আলোচনার বিষয়ে পরিণত হল। এবার অবশ্য হতাশা নয়, দুঃখবোধ নয়। ৫৮ সংখ্যাটি হাজির হয়েছে অনাবিল আনন্দের উপলক্ষ্য হয়ে। এই আনন্দের ক্ষেত্র তৈরি করে মাহমুদউল্লাহ ও শফিউলই আজ চট্টগ্রামের দুই হিরো। অভিনন্দন- মাহমুদউল্লাহ-শফিউল!

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য