কর্নেল তাহেরের বিচার সঠিক ছিল: মির্জা ফখরুল

বুধবার, ১৬ মার্চ, ২০১১

কর্নেল তাহেরের বিচার সঠিক ছিল বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, এতো বছর পর লোক ভাড়া করে এনে জিয়ার বিরুদ্ধে এ বিষয়ে মিথ্যাচার করা হচ্ছে।

http://www.rtnn.net/newsimage/sec_1/subsec_2/127687608020100618.jpg
মির্জা ফখরুল

বুধবার ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নবগঠিত জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থার নেতাদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কর্ণেল তাহের সে সময় সেনাবাহিনী ধ্বংসের চক্রান্ত করেছিলেন। আর মার্কিন সাংবাদিক লরেন্স লিফসুজ ওই চক্রান্তের ইন্ধনদাতা ছিলেন। যার ফলে পরবর্তীতে দেশদ্রোহিতা ও মিথ্যাচারের অভিযোগে লরেন্স লিফসুজকে দেশ থেকে বের করে দেয়া হয়েছিল।

তাহেরের বিচার শেষ হবার এতো বছর পর আবারও চক্রান্তকারীরা লরেন্স লিফসুজকে দেশে এনে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেন তিনি।

বলেন, তাদের উদ্দেশ্য স্বাধীনতার ঘোষকের নাম পরিবর্তন করে স্বাধীনতার ইতিহাসকে বিকৃত করার মধ্য দিয়ে জিয়ার চরিত্র হনন করা।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য