প্রবীণ রাজনীতিক ও দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বিরোধীদলীয় নেতা।

বুধবার এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, সংসদীয় রাজনীতিতে তার অবদান অমলিন হয়ে থাকবে। খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হওয়ার নয়।
তিনি বলেন, ‘মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমার একজন ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে তিনি এদেশের রাজনৈতিক অঙ্গনে অবিস্মরণীয় অবদান রেখেছেন।’
বিএনপি চেয়ারপারসন বলেন, ‘ভাষা আন্দোলন, আমাদের স্বাধীকার আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, একদলীয় ও স্বৈরশাসনের বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে তার ভূমিকা জাতির গৌরবোজ্জল ইতিহাসের অংশ হয়ে গেছে।’
তিনি বলেন, ‘বিগত জরুরি অবস্থার সময়ে, বিশেষ করে গণতন্ত্র ও জাতীয়তাবাদী আদর্শের শক্তির বিরুদ্ধে অসাংবিধানিক সরকারের আক্রমণ ও চণ্ডনীতি মোকাবিলায় খোন্দকার দেলোয়ার যে অসীম সাহসী প্রত্যয় ও দৃঢ় ভূমিকা পালন করেছেন তা কখনো ভুলে যাওয়ার নয়।’
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।