সমবায় সমিতি (সংশোধন) আইন-২০১১- এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে সভাপতিত্ব করেন। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী ছাড়াও সংশ্লিষ্ট বিভাগের সচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে অনুমোদনের এ কথা জানান।

তিনি বলেন, ২০০১ সালে সমবায় সমিতি আইনটি করার পর ২০০২ সালে তা একবার সংশোধন করা হয়। তবে বিদ্যমান আইনে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি সম্ভব নয় বলে তা সংশোধন করা হচ্ছে।
প্রেস সচিব আরও জানান, আর্থ-সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকারের রূপকল্প-২০২১ বাস্তবায়ন সমবায়ের বিদ্যমান আইন দিয়ে সম্ভব নয়।
তিনি বলেন, সমবায়ের সংজ্ঞাসহ এ আইনের কিছু স্থানে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে নিবন্ধন প্রক্রিয়া সংশোধন ও নিবন্ধন বাতিলের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান আবুল কালাম আজাদ।
এছাড়া সমবায়ের সদস্যরা যাতে প্রতারিত না হন, সেজন্য আইনে প্রয়োজনীয় শাস্তিমূলক বিধান রাখা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে আজ প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে আলোচনা হয়। চলতি বছরের ১৬ থেকে ১৯ জানুয়ারি প্রধানমন্ত্রীর আরব আমিরাত সফরে দ্বি-পাক্ষিক আলোচনার পাশাপাশি দুটি চুক্তি এবং দুদেশের বণিক সমিতির মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় বলে মন্ত্রিসভায় অবহিত করা হয়।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।