চাঁপাইনবাবগঞ্জে ২১ জওয়ানের সাক্ষ্যগ্রহণ

মঙ্গলবার, ২২ মার্চ, ২০১১

চাঁপাইনবাবগঞ্জে বিডিআর বিদ্রোহে অভিযুক্ত ২১ জওয়ানের বিচার কাজ সোমবার আবারো শুরু হয়েছে। আদালতে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে।

http://rtnn.net/newsimage/sec_6/subsec_22/127277930720100502.jpg

সকাল নয়টায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ৩৯ ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ তে এ বিচার কাজ শুরু হয়।

এরআগে গতকাল রবিবার অভিযুক্ত ২১ জওয়ানের বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়। এ সময় আদালত তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে ৬ জন দোষ স্বীকার করেন এবং অপর ১৫ জন নিজেদের নির্দোষ বলে দাবি করেন।

পরে বিদ্রোহী বিডিআর সদস্যদের বিরুদ্ধে আদালত সাক্ষ্যগ্রহণ শুরু করে। মামলায় ৩১ জনকে সাক্ষী করা হয়েছে। গতকাল চারজনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

আদালতে প্রধান বিচারকের দায়িত্ব পালন করছেন- বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আজম খান। অপর দুই সহযোগী বিচারকের দায়িত্ব পালন করছেন- লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন ও লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।

আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করছেন- ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু বকর আবু।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য