চিকিৎসার জন্য বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সৌদি আরব পৌঁছেছেন। সৌদি বাদশা আবদুল্লাহ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় মেহমান হিসাবে সোমবার স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে রিয়াদের কিং খালিদ আর্ন্তজাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।

সৌদি আরব বিএনপির নেতারা বিমানবন্দরে খালেদা জিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন- যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব যুবদল সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, সৌদি আরব পূর্বাঞ্চলীয় বিএনপি নেতা ফিরোজ হোসেন খান, ক্বারী আবদুল হাকিম, শহীদ উল্যাহ ভূঁইয়া, ফারুক হোসেন চাঁন, আহম্মেদ আলী মুকিব, সৌদি আরব পশ্চিমাঞ্চলীয় নেতা শহীদুল ইসলাম নান্নু, ডা. একেএম গোলাম হাসনাইন সোহান প্রমুখ।
এ সময় বেগম খালেদা জিয়া প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে বর্তমান পরিস্থিতির আলোকে দেশের সার্বিক তথ্য তুলে ধরেন এবং ঐক্যবদ্ধভাবে দেশ ও দলের জন্য কাজ করার আহবান জানান।
সৌদি সরকারের রাজকীয় অতিথি ভবনে অবস্থান করছেন বেগম খালেদা জিয়া।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।