বিএনপি মহাসচিব ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
বুধবার আওয়ামী লীগের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা বলা হয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে বাংলাদেশের জনগণ সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির নিবেদিতপ্রাণ একজন অনন্য বিশিষ্ট দেশপ্রেমিক রাজনীতিককে হারালো।
দেলোয়ারের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন স্পিকার মো. অ্যাডভোকেট আবদুল হামিদ ও ডেপুটি স্পিকার শওকত আলী। শোকবার্তায় তারা বলেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে দেশ একজন প্রবীণ রাজনীতিকে হারালো।
খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো. আবদুস শহীদ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, দেলোয়ার ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিকে হারালো, যার অভাব কোনোদিনও পূরণ হবার নয়।
এদিকে বিএনপি মহাসচিবের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এটিএম আজহারুল ইসলাম।
এক শোকবার্তায় তারা বলেন, খোন্দকার দেলোয়ারের মৃত্যুতে জাতি একজন অভিজ্ঞ ও প্রবীণ রাজনীতিবিদ, পার্লামেন্টারিয়ান ও সংগ্রামী নেতাকে হারালো।
জামায়াত নেতৃদ্বয় বলেন, খোন্দকার দেলোয়ার সকল গণতান্ত্রিক ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের অগণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তিনি যে ভূমিকা পালন করেছেন জাতি তা চিরদিন স্মরণ রাখবে।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বিএনপি মহাসচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
তারা বলেন, খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুতে দেশ একজন আপদমস্তক মেধাবী, বুদ্ধিদীপ্ত, প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিককে হারালো।
বিষয় সমুহ...
বিভাগীও শহর তথ্য কনিকা

আরো কিছু গুরুত্তপূর্ণ বিষয়...
দেলোয়ারের মৃত্যুতে স্পিকার ও আ.লীগসহ বিভিন্ন দলের শোক
বুধবার, ১৬ মার্চ, ২০১১অন্তরভুক্ত বিষয় বিশাল বাংলা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।