সংসদে প্রধানমন্ত্রী: আসুন, অসাংবিধানিকভাবে ক্ষমতায় আসা বন্ধ করি

শুক্রবার, ২৫ মার্চ, ২০১১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সংশোধনে বিশেষ কমিটির কথা উল্লেখ করে বলেছেন, জনগণের অধিকার সুরক্ষা করে সংবিধান সংশোধন করা হবে। কমিটিতে বিরোধী দলের সদস্য রাখার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘কমিটিতে মতামত দিন। আসুন, এমনভাবে সংবিধান সংশোধন করি, যাতে অসাংবিধানিক পথে আর কেউ ক্ষমতায় আসতে না পারে।’
আগামী অধিবেশনে সংবিধান সংশোধন করার ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের মূল লক্ষ্য জনগণের অধিকার সংরক্ষণ করা। আশা করি, বিরোধী দল সংসদের আগামী অধিবেশনে উপস্থিত থেকে সংবিধান সংশোধনে ভূমিকা রাখবে।’

সংসদে শেখ হাসিনা
সংসদে শেখ হাসিনা

গতকাল বৃহস্পতিবার সংসদের অষ্টম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনা ধন্যবাদ প্রস্তাব এবং অধিবেশনের সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ অধিবেশনে সংসদে যোগ দেওয়ায় প্রধানমন্ত্রী বিরোধী দলকে ধন্যবাদ দেন। বিশেষ করে, বিরোধীদলীয় নেত্রীর কথা উল্লেখ করে তিনি বলেন, এক দিনের জন্য হলেও তিনি সংসদে এসেছেন। এ জন্য তাঁকে ধন্যবাদ।
বিরোধীদলীয় নেতাদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার না করার বিষয়ে বিরোধী দলের সাংসদদের সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘মওদুদের বাসায় পাওয়া মদ নিয়ে মামলা প্রত্যাহার করা হয়েছে। তারেক জিয়ার নামে একটি চাঁদাবাজির মামলা প্রত্যাহার করা হয়েছে। আমরা উদার। তারা ক্ষমতায় থাকতে আমাদের নামে মামলা দিয়েছিল। আর আমরা তাদের মামলা প্রত্যাহার করেছি। তবে উনাদের নামে খুন, ধর্ষণ, হত্যার মামলা তো আমরা প্রত্যাহার করতে পারব না।’
বিরোধীদলীয় নারী সাংসদদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, একাধিক নারী সাংসদ অশ্লীল বক্তব্য রেখেছেন। স্পিকার ধৈর্য দেখিয়েছেন। ইচ্ছা করলে তিনি সার্জেন্ট অ্যাট আর্মস ডাকতে পারেন। যে কাউকে সাময়িক বহিষ্কার করতে পারেন। সংসদে সবার শালীনতা বজায় রেখে কথা বলা উচিত বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী ২০০১ সালে ক্ষমতায় না আসতে পারা সম্পর্কে বলেন, ‘ওই নির্বাচনে জনগণ আমাদের ভোট দিয়েছিল। কিন্তু গ্যাস বেচতে রাজি হইনি বলেই ক্ষমতায় আসতে পারিনি। ওই গ্যাস আমেরিকা কিনে ভারতের কাছে বেচতে চেয়েছিল। কিন্তু আমরা তাতে রাজি হইনি।’ এ সম্পর্কে একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘২০০১ সালের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা লতিফুর রহমানের বাসায় আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। এ বৈঠকে আমি ও বর্তমান রাষ্ট্রপতি জিল্লুর রহমান এবং বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া ও মরহুম আবদুল মান্নান ভূঁইয়া অংশ নেন। বৈঠকে বললাম, ৫০ বছরের গ্যাস মজুদ রেখে রপ্তানির বিষয়টি বিবেচনা করা হবে। এ কথা বলে চলে এলাম। বিরোধীদলীয় নেত্রী থেকে গেলেন। এরপর যা হওয়ার তা-ই হলো। তিনি ক্ষমতায় গেলেন।’
প্রধানমন্ত্রী বলেন, কেবল গ্যাস নয়, দেশ বিক্রি করে হলেও তারা (বিএনপি) ক্ষমতায় যেতে চায়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের বিচার না করার সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘ইয়াজউদ্দিন জিয়া পরিষদের লোক। বিশ্বব্যাংকে চাকরি করা ফখরুদ্দীনকে বিএনপি গভর্নর করেছে। নয়জনকে ডিঙিয়ে মইনউদ্দিনকে সেনাপ্রধান করেছে বিএনপি সরকার। আমাদের কাছে বিচার চান কেন? তাঁরা মামলা করছেন না কেন? আমরা তো তাঁদের আনিনি। এঁরা তো তাঁদেরই সৃষ্টি। বরং আমরা নির্যাতিত।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিরোধীদলীয় নেত্রীকে কাঠগড়ায় নেওয়ার সময় লাল কার্পেট বিছিয়ে দেওয়া হতো। আমরা কাঠগড়ায় লাল কার্পেট পাইনি। বিএনপির পাঁচ বছরের দুর্নীতির হাজার হাজার কোটি টাকা কেয়ারটেকার গভর্নমেন্ট এসে টেক কেয়ার করেছে।’
শেখ হাসিনা বলেন, মাত্র ১ দশমিক ৭৫ শতাংশ সুদে বিদেশ থেকে কেউ ঋণ আনতে পারেনি। বিএনপি ক্ষমতায় থাকতে ৫-৬ শতাংশ সুদে ভারত ও চীন থেকে ঋণ নিয়েছে। বিএনপির নেতা মওদুদ আহমদের লেখা একটি বই উদ্ধৃত করে শেখ হাসিনা বলেন, ‘ওই বইয়ের ভাষ্য অনুযায়ী জিয়াউর রহমান মওদুদ সাহেবকে বলেছিলেন, “তাহেরকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না”।’ মওদুদ আহমদ বহু দলে সম্পৃক্ত ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ‘আংটি তুমি কার, যার হাতে তার।’ বিরোধী দলের নির্যাতন-নিপীড়নের অভিযোগের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাবের চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর, অধ্যক্ষ মতিউর রহমানসহ কয়েকজনকে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছিল। আহসানউল্লাহ মাস্টার, শাহ এ এম এস কিবরিয়াকে হত্যা করা হয়েছিল। ২১ আগস্টে গ্রেনেড হামলা করা হয়। এর একটি বিষয় নিয়েও সংসদে আলোচনা করতে দেওয়া হয়নি।
নারী নীতিমালার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ নিয়ে অপপ্রচার হচ্ছে। নীতিমালার কোথাও কোরআন-সুন্নাহবিরোধী কিছু নেই। অপব্যাখ্যা দিয়ে একটি শ্রেণী মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে। প্রধানমন্ত্রী সংসদে কেউ অনুপস্থিত থাকলে ১০০ টাকা কেটে নেওয়ার জন্য স্পিকারের কাছে প্রস্তাব দেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য