বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে সিরাজ শিকদারসহ স্বাধীনতা পরবর্তী সময়ে ৩০ হাজার মুক্তিযোদ্ধা হত্যার বিচার করা হবে।
বিচার বিভাগ দলীয়করণ এবং কর্নেল তাহেরের ফাঁসির মামলায় বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হেয় করার প্রতিবাদে প্রেসক্লাবের সামনে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
মোশাররফ হোসেন বলেন, ‘সিরাজ শিকদারসহ ৩০ হাজার মুক্তিযোদ্ধাকে যারা হত্যা করেছে জনগণ তাদের বিচার চায়। জীবিত থাকুক কিংবা মৃত হোক বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের মাটিতে তাদের বিচার করা হবে।’
আদালতের রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘যিনি সাক্ষ্য দিয়েছেন, তিনি আদালতের নিয়ম অনুযায়ী সত্য বলবেন, মিথ্যা বলবেন না- এমন শপথ গ্রহণ করেননি। তিনি যে সত্য বলেছেন তার কী প্রমাণ আছে?’
বিচার বিভাগকে সরকার দলীয় স্বার্থে ব্যবহার করছে অভিযোগ করে সমাবেশে বিএনপি নেতারা বলেন, তাহেরের ফাঁসি সংক্রান্ত মামলায় আদালতের রায় রাজনৈতিক পক্ষাপাতদুষ্ট। রায়ে জিয়াউর রহমান সম্পর্কে যে বক্তব্য দেয়া হয়েছে তার তীব্র নিন্দা জানান বিএনপি নেতারা।
জনগণের সমস্যা সমাধানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার ব্যর্থ দাবি করে মধ্যবর্তী নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে বলে জানান বিএনপি নেতারা। এজন্য আন্দোলনের প্রস্তুতি নিতে দলের নেতা-কর্মীদের প্রতি তারা আহ্বান জানান।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ বক্তব্য রাখেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।