জিয়াউর রহমানকে নিয়ে সরকারদলীয়দের কটূক্তি বন্ধ না হলে ‘সমুচিত’ জবাব দেবে বিএনপি।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়কের মধ্যে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপি নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
হাইকোর্টের রায়ে অবৈধ বিচারের মাধ্যমে কর্নেল তাহেরের ফাঁসির জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াকে দায়ী করা এবং সংসদে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কথিত কটূক্তির প্রতিবাদে রাজধানীসহ সারা দেশে বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
জাতীয় প্রেসক্লাবের সামনের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নেতা দলের স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, কর্নেল তাহেরের নেতৃত্বে সেনাবাহিনীতে বিদ্রোহের কারণে ৬০ জন সেনাকে প্রাণ দিতে হয়েছে। এ জন্য তাঁর বিচার সামরিক আদালতে হয়েছে। কিন্তু আওয়ামী লীগের শাসনামলে ৩০ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। এদের বিচার জনগণ করবে।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিএনপির প্রতিবাদ সমাবেশ
জিয়া নিজে তখন রাষ্ট্রপতি বা প্রধান সামরিক প্রশাসক ছিলেন না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, এ জন্য কর্নেল তাহেরের ফাঁসির জন্য জিয়াউর রহমানকে দায়ী করা যায় না। সরকার আদালতকে দলীয়করণ করে জিয়া ও বিএনপিকে হেয় করতে কাজ করছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বলেন, ভবিষ্যতে জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে কটূক্তি করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান বলেন, সংসদে হাসানুল হক ইনু জিয়াউর রহমানের বিরুদ্ধে কথা বলেন। অথচ ইনুসহ পরিচিত বেশির ভাগ বাম নেতা স্বৈরাচারী এরশাদ সরকারের টাকায় চলতেন।
ব্যস্ত সড়ক আটকে এ সমাবেশ করায় এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় তিন ঘণ্টা ধরে সমাবেশ চলে।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলটির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখও বক্তব্য দেন।
ঢাকার বাইরে রাজশাহী, সিলেট ও মেহেরপুরে অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।