ফখরুদ্দীন-মইনকে সংসদীয় কমিটির চিঠি

বুধবার, ৩০ মার্চ, ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ও সেনা সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দেয়া বক্তব্যের জন্য ১/১১ পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ ও সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদকে সংসদীয় একটি উপ-কমিটির বৈঠকে হাজির হতে চিঠি দেয়া হয়েছে।

http://rtnn.net/newsimage/sec_1/subsec_5/130140045620110329.jpg

শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির করা চার সদস্যের ওই উপ-কমিটির সভাপতি রাশেদ খান মেনন মঙ্গলবার এ তথ্য জানান।

তাদের হাজিরা নিশ্চিত করতে মঙ্গলবার সংসদ সচিবালয়ের পক্ষ থেকে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার বরাবর পৃথক দুটি চিঠি পাঠানো হয়েছে।

সংসদ সচিবালয়ের কমিটি শাখা-৭ এর সিনিয়র সহকারী সচিব শাহ মাহমুদ সিদ্দিক স্বাক্ষরিত ওই চিঠি দুটিতে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদের উপস্থিতি নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

আগামী ১৮ এপ্রিল সংসদীয় উপ-কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হবে। মূলতঃ সেনা সমর্থিত ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগস্ট মাসে খেলার মাঠের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সেনা সদস্যের মধ্যে সৃষ্ট সহিংসতার ঘটনায় সাক্ষ্য দিতেই তাদের ডাকা হচ্ছে।

এরআগে গত ২৭ ফেব্রুয়ারি ওই সহিংসতার ঘটনা তদন্তে গঠিত সংসদীয় উপ-কমিটির চতুর্থ বৈঠকে ফখরুদ্দীন আহমদ ও মইন উ আহমেদকে তলবের সিদ্ধান্ত নেয়া হয়। সশস্ত্র বাহিনীর সাবেক চিফ অব জেনারেল স্টাফ সিনা ইবনে জামালী ও তৎকালীন ডিজিএফআই কর্নেল ছামসুল আলম খানের দেয়া সাক্ষ্যের ভিত্তিতে তাদের তলব করা হচ্ছে বলে কমিটি জানায়।

প্রসঙ্গত, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের আগস্ট মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলার মাঠে ছাত্র ও সেনা সদস্য সংঘর্ষের পর সারা দেশে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়ে।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য