কেবল আওয়ামী লীগেরই কথা আর কাজে মিল আছে: সৈয়দ আশরাফ

রবিবার, ১৩ মার্চ, ২০১১

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ যা বলে তাই করে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে আওয়ামী লীগ ঘরে ফিরে না। কেবল আওয়ামী লীগেরই কথায় আর কাজে মিল আছে—ইতিহাস তাই বলে।’



আজ শনিবার সিলেটের বালাগঞ্জ উপজেলার মাদার বাজারে এক জনসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন।
ওসমানী নগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন আহমদের সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিছবাউদ্দিন সিরাজ, সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ কয়েস চৌধুরী, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সৈয়দা জেবুননেছা হক প্রমুখ।
মন্ত্রী উপজেলার আটটি ইউনিয়ন নিয়ে শিগগিরই ওসমানী নগর উপজেলা বাস্তবায়নের ঘোষণা দেন। তিনি বলেন, সরকার প্রবাসীদের সব কাজের সঙ্গে আছে।
এর আগে বেলা একটার দিকে মন্ত্রী ওসমানপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামে প্রবাসীদের উদ্যোগে প্রতিষ্ঠিত আবদুল বারী সহিদুন্নেছা একাডেমী এবং কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য