অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে হত্যার হুমকি পেয়েছেন বলিউড অভিনেত্রী আয়শা টাকিয়া। গত তিন দিন তিনি এই অজ্ঞাতনামা ব্যক্তি তাঁকে ফোনে অনবরত হত্যার হুমকি দিচ্ছে। এ কারণে বেশ উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন আয়শার পরিবার।
আয়শা টাকিয়া
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে জানা গেছে, এরই মধ্যে আয়শার স্বামী ফারহান আজমী হত্যার এ হুমকির ব্যাপারে পুলিশের অপরাধ বিভাগকে অবহিত করেছেন। আরও জানা গেছে, অজ্ঞাতনামা এ ব্যক্তি আয়শা টাকিয়ার পরিবারের সবারই গতিবিধির ওপর নজর রাখছে। সে নিজেকে ভারতের উত্তর প্রদেশের একজন গোঁড়া হিন্দু ধর্মাবলম্বী বলে দাবি করছে। তবে আয়শা টাকিয়ার পরিবারের সদস্যদের হত্যার জন্য সে মুম্বাইয়ে মুসলমানের ছদ্মবেশ ধারণ করেছে।
প্রসঙ্গত, আয়শা টাকিয়ার বলিউড অভিষেক ঘটে ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’ ছবির মধ্য দিয়ে। এ ছবিতে অভিনয়ের জন্য তিনি ২০০৫ সালে ফিল্ম ফেয়ারে সেরা নবাগতার পুরস্কার লাভ করেন।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।