‘ইচ্ছা ছিল পয়লা বৈশাখে অ্যালবামটি বের করব। কিন্তু ভক্ত-শ্রোতাদের অনুরোধে আগামী ২৫ মার্চে আমার দ্বিতীয় একক অ্যালবামটি বাজারে আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছি।’ বললেন গায়ক হূদয়

হূদয় খান
অ্যালবামটির নাম ছোঁয়া। এখানে গান আছে আটটি। বের করছে জি সিরিজ। হূদয়ের প্রথম অ্যালবামটি ছিল বলো না। এ ছাড়া হূদয় মিক্স ১ ও হূদয় মিক্স ২ নামের দুটি মিশ্র অ্যালবামও বাজারে রয়েছে এই গায়কের।
ছোঁয়া অ্যালবাম সম্পর্কে হূদয় বলেন, ‘সব ধরনের গানই রয়েছে এই অ্যালবামে। বেশ কিছু সফট মেলোডির পাশাপাশি হিপহপ গানও রয়েছে।’ নতুন অ্যালবামটি নিয়ে হূদয় বেশ আশাবাদী।
‘চাই না মেয়ে’ বা ‘বল না তুই বল না’ যেমন শ্রোতাপ্রিয় হয়েছিল, নতুন অ্যালবামের সে রকম কোনো গান কি জনপ্রিয়তা পাবে?
হূদয় বলেন, ‘প্রতিটি গানই সুন্দর। তার পরও আলাদা করে বলতে পারি অ্যালবামের শিরোনামের গান “একি ছোঁয়া”র কথা।’
অ্যালবামের উল্লেখযোগ্য গানগুলো হলো ‘রূপসী’, ‘একি ছোঁয়া’, ‘দাও না ভরিয়ে’, ‘তুমি এলে’, ‘আজও একি’, ‘আড়াল’। গানগুলো লিখেছেন কবির বকুল, শফিক তুহিন, মিলন মাহমুদ ও গুঞ্জন চৌধুরী। সব কটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন হূদয় নিজেই।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।