ছিঁচকে বা সিঁদেল চুরির মতো সামান্য বিষয় নিয়ে লোকে মাথা ঘামায় না। কিন্তু চুরিটা যদি করেন নামীদামি কোনো তারকা, সে যত তুচ্ছই হোক, সবার নজর সেদিকে পড়বেই। সে কথা মাথায় রেখে মার্কিন অভিনেত্রী লিন্ডসে লোহানের ‘হার চুরি’র ভিডিও ফুটেজটি চড়া দামে কিনে নিল ‘আমেরিকান টিভি নেটওয়ার্ক’। মাস দেড়েক আগে লস অ্যাঞ্জেলেসের একটি দোকান থেকে লোহান আড়াই হাজার ডলার মূল্যের একটি হার চুরি করেছিলেন। কিন্তু দোকানের গোপন ক্যামেরায় তা ধরে পড়ে যায়। দোকানের মালিক সঙ্গে সঙ্গে মামলা ঠুকে দেন লোহানের বিরুদ্ধে। সম্প্রতি দোকানের মালিক ভিডিও ফুটেজটি ৩৫ হাজার ডলারে বিক্রি করেছেন।
লিন্ডসে লোহান
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।