এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালা। গজেন্দ্রকুমার মিত্রের ত্রয়ী উপন্যাস থেকে যৌথভাবে এর নাট্যরূপ দিয়েছেন ইরাজ আহমেদ ও মনসুর রহমান। নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি। এতে অভিনয় করছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় পঞ্চম হওয়া টয়া। কথা হলো তাঁর সঙ্গে।
‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পর আপনি আরও অভিনয় করেছেন?
হ্যাঁ, অদেখা মেঘের কাব্য। ভালোবাসা দিবস উপলক্ষে চ্যানেল আইতে দেখানো হয় নাটকটি। এখানে আমি অপূর্বর বিপরীতে অভিনয় করেছি। নাটকটি পরিচালনা করেছেন ঈশিতা। আমি কাজ করেছিলাম তিন দিন। যেহেতু প্রতিযোগিতার পর ওটাই ছিল আমার প্রথম কাজ, তাই পুরো তিনটি দিনই আমার কাছে নতুন মনে হয়েছে। ওই দিনগুলোর কথা কখনোই ভুলব না।
টয়া
‘পৌষ ফাগুনের পালা’ নাটকের সঙ্গে যুক্ত হলেন কীভাবে?
সম্প্রতি কৃষ্ণচূড়া থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। শুরুতেই আফসানা মিমির পরিচালনায় ধারাবাহিকে কাজ করব, ভাবতেই পারিনি। এখানে আমি ষাটের দশকের একজন নায়িকার চরিত্রে অভিনয় করছি। চরিত্রটির নাম জুলি। জুলির মা নিজে নায়িকা হওয়ার স্বপ্ন দেখতেন। যেহেতু নিজের জীবনে তা সম্ভব হয়নি, তাই মেয়েকে দিয়ে নিজের স্বপ্নপূরণের চেষ্টা করছেন। কিন্তু জুলি চেয়েছিল অন্য কিছু। এখানে আমি অভিনয় করছি ইন্তেখাব দীনারের (হেম) বিপরীতে।
উপন্যাসে তো হেমের সঙ্গে জুলির একটা সম্পর্ক তৈরি হয়।
আমারও ধারণা, নাটকেও সে রকমই কিছু হবে। ওই অংশের চিত্রনাট্য এখনো পাইনি। আমি ধামরাইয়ে মাত্র এক দিন শুটিং করেছি। তবে প্রস্তুতি নিতে হয়েছে আরও অনেক দিন আগে থেকে। এই যেমন পরিচালক আমাকে বাসায় দেখার জন্য ষাটের দশকের কয়েকটি চলচ্চিত্র দিয়েছেন। ষাটের দশকের চলাফেরা, পোশাক পরা, খাবার খাওয়া, তাকানো—এমন আরও নানা কিছু চর্চা করতে হয়েছে।
আর কোনো ধারাবাহিকে অভিনয় করছেন?
ওয়াহিদ আনামের একটা ধারাবাহিকে কাজ করছি, নাম ভার্সিটি। এখানে আমরা ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার পাঁচজন অভিনয় করছি—২০০৯ সালের তাহসিন আর ২০১০ সালের নিশা, নাসিয়াৎ, মৌসুমী ও আমি। এপ্রিল মাস থেকে চ্যানেল আইতে দেখানো হবে ধারাবাহিকটি।
এবার আপনার পড়াশোনার কথা বলুন।
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ছি।
সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।