১৯২১ সালের ১ জুলাই রাজধানী ঢাকার রমনায় প্রতিষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। নবাব নওয়াব আলী চৌধুরীর দেওয়া ৬০০ একর জায়গাজুড়ে স্থাপিত হয় এর মনোরম ক্যাম্পাস। তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিবর্তনের সঙ্গে বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ১৩টি অনুষদ, ৬৬টি বিভাগ, আটটি ইনস্টিটিউট, ১৭টি আবাসিক হল ও দুটি হোস্টেল, ১৮টি রিসার্চ সেন্টার, ৩৩ হাজার ১১২ জন শিক্ষার্থী এবং ১৮০৫ জন শিক্ষক রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক গত ২০০৯ সাল থেকে দায়িত্ব পালন করছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষদ: কলা, জীববিজ্ঞান, বাণিজ্য, পরিবেশবিজ্ঞান, শিক্ষা, প্রকৌশল ও প্রযুক্তি, চারুকলা, আইন, চিকিত্সাবিদ্যা, পিজিএমআর, ফার্মেসি, বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞান অনুষদ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কেন্দ্র: বায়ো মেডিকেল রিসার্চ সেন্টার, ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, দেভ সেন্টার অব ফিলোসফিক্যাল রিসার্চ, বোস সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইন বায়োলজিক্যাল সায়েন্স, সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিজ ইন হিউম্যানিটিজ, উচ্চতর সামাজিক বিজ্ঞান গবেষণা কেন্দ্র, সেন্টার ফর ডিজাস্টার রিসার্চ ট্রেনিং অ্যান্ড ম্যানেজমেন্ট সাইন্স, সেন্টার ফর রিসার্চ ইন আর্কাইভ অ্যান্ড হিস্টরি, নজরুল রিসার্চ সেন্টার, সেমিকন্ডাক্টার টেকনোলজি রিসার্চ সেন্টার, সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড পলিসি রিসার্চ, নবায়নযোগ্য শক্তি গবেষণা কেন্দ্র, ডেলটা স্টাডি সেন্টার, সেন্টার ফর অ্যাডভান্স রিসার্চ ইন ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, সেন্টার ফর বায়ো-টেকনোলজি রিসার্চ।
বিভাগসমূহ: নৃ-বিজ্ঞান, ফলিত রসায়ন ও রাসায়নিক প্রযুক্তি, ফলিত পদার্থ, ফলিত পদার্থ ইলেকট্রনিক ও কমিউনিকেশন প্রকৌশল, আরবি, বাংলা, অ্যাকাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমস, ব্যাংকিং, ফিন্যান্স, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট, মার্কেটিং, প্রাণ রসায়ন ও আণবিক জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলোজি, চিকিত্সা মনোবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, উন্নয়ন অধ্যয়ন, নাটক ও নাট্য-কৌশল, অর্থনীতি, ফিশারিজ, ইংরেজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, ভূতত্ত্ব, ইতিহাস, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক সম্পর্ক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইসলাম শিক্ষা, ভাষাতত্ত্ব, আইন, রসায়ন, পদার্থ, গণিত, পরিসংখ্যান, গণযোগাযোগ ও সাংবাদিকতা, অণুজীববিদ্যা, সংগীত, পালি ও বুড্ডিস্ট স্টাডিজ, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, ফার্সি ভাষা ও সংস্কৃতি, ফার্মাসিউটিউক্যাল কেমিস্ট্রি, ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মেসি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, মনোবিজ্ঞান, লোক প্রশাসন, সংস্কৃত, সমাজবিজ্ঞান, সয়েল সায়েন্স, তাত্ত্বিক পদার্থ, টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, উর্দু, ইউমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, বিশ্বধর্ম তত্ত্ব ও সংস্কৃতি, প্রাণিবিদ্যা, সিরামিকস, ক্যাফটস, ড্রইং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন, হিস্টরি অব আর্টস, ওরিয়েন্টাল আর্টস, প্রিন্ট মেকিং, স্কাল্পচার, ইত্যাদি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউটসমূহ: শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, আধুনিক ভাষা ইনস্টিটিউট, পরিসংখ্যান গবেষণা ও ট্রেনিং ইনস্টিটিউট, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউট, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট এবং তথ্য প্রযুক্তি ইনস্টিটিউট।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল ও হোস্টেলসমূহ এবং এর ধারণক্ষমতা : জগন্নাথ হল (১০৭২), সলিমুল্লাহ মুসলিম হল (২১২৫), শহীদুল্লাহ হল (১০৯৫), ফজলুল হক মুসলিম হল (৭৬৬), জহুরুল হক হল (৯০৭), রোকেয়া হল (১৩৭৪), স্যার পি জে হার্টগ হল (৩৬), সূর্যসেন হল (৫৭৭), হাজী মো. মহসীন হল (১৪২০), শামসুননাহার হল (১৩০০), কবি জসীমউদ্দীন হল (৩৮৭), স্যার এ এফ রহমান হল (৪৯২), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল (৭৪০), মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল (৪৭৪), বাংলাদেশ কুয়েত মৈত্রী হল (৬০৮), বেগম ফজিলাতুন্নিসা হল (৬৪৯), অমর একুশে হল (৫৯৬), আইবিএ হোস্টেল, বেগম ফয়জুন্নেসা হল (১৫০)।
ডিগ্রিসমূহ: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, এমফিল, মাস্টার্স ও অনার্স ডিগ্রি দেওয়া হয়। বর্তমানে বিভিন্ন ডিপ্লোমাও ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে থাকে।
ভর্তিপদ্ধতি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির ক্ষেত্রে প্রার্থীকে এইচএসসি বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। মোট পাঁচটি ইউনিটে ছাত্রছাত্রী ভর্তি করা হয়। ভর্তির জন্য প্রাথমিক আবেদনপত্রের দাম ৩০০/- টাকা। ভর্তি পরীক্ষায় প্রার্থী নির্বাচিত হয় ভর্তি পরীক্ষা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ওয়ার্ড কোটা, আদিবাসী কোটা, মুক্তিযোদ্ধা সন্তান কোটা এবং অন্ধ কোটায় ছাত্র ছাত্রী ভর্তি করা হয়।
যোগাযোগের ঠিকানা: ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ
ফোন: ৯৬৬১৯০০-১৯, ২৯৬৬১৯২০-৫৯ ফ্যাক্স: ০২৮৬১৫৫৮৩ ই-মেইল- duregstr@bangla.net ওয়েব সাইট: www।univdhaka.edu
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।