ঢাকা বিশ্ববিদ্যালয়ে উন্নয়ন অধ্যয়নে মাস্টার্স পড়ার সুযোগ

বুধবার, ৯ মার্চ, ২০১১

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগে মাস্টার্স অব ডেভেলপমেন্ট স্টাডিজ কোর্সে (এমডিএস) প্রতি বছর শিক্ষার্থী ভর্তি করা হয়ে থাকে। ২০১১-১২ শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি থেকে। আবেদন করতে হবে আগামী ২৪ মার্চ তারিখের মধ্যে।
যাঁদের তিন-চার বছরের ব্যাচেলর (সম্মান) ডিগ্রি রয়েছেম তাঁরা এবং ইঞ্জিনিয়ারিং, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীরাও এই কোর্সের জন্য আবেদন করতে পারবেন।
পাস কোর্সের প্রার্থীদের যদি মাস্টার্স ডিগ্রি থাকে, তবে তাঁরাও আবেদন করতে পারবেন। কিন্তু কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না। আবেদনপত্র সংশ্লিষ্ট বিভাগ থেকে ৮০০ টাকা দিয়ে সংগ্রহ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর প্রয়োজনীয় সব কাগজপত্রের অনুলিপি এ-ফোর সাইজের কাগজে চেয়ারম্যান, উন্নয়ন অধ্যায়ন বিভাগ, কক্ষ নম্বর: ৫০১০, ৪র্থ তলা, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়—এ জমা দিতে হবে। ফোন: ৯৬৬১৯০০ বর্ধিত: ৬৭৯১ মোবাইল: ০১৭২০৪৬১৯১০।
এই কোর্সের জন্য ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ এপ্রিল সকাল ১০টায়। এর পর কৃতকার্য প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবে। চূড়ান্তভাবে কৃতকার্য প্রার্থীরাই কেবল এই কোর্সের শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার সুযোগ পাবেন


সুত্রঃ প্রথম আলো
তারিখঃ বুধবার, ৯ মার্চ ২০১১,

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য