হানিফ সংকেতের গ্রন্থনা ও পরিকল্পনায় বিশেষ আনন্দ আয়োজনের মধ্য দিয়ে ষষ্ঠ বর্ষে পর্দাপণ করতে যাচ্ছে বাংলাভিশন। ৩১ মার্চ সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। এ অনুষ্ঠানে বিভিন্ন পর্বে অংশ নেবেন রুনা লায়লা, এন্ড্রু কিশোর, শাকিব খান, শাকিলা জাফর, তারিন, ফেরদৌস, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, আফসানা মিমি, মিম, সারিকা, বিন্দু, আরেফিন রুমি, মিলা, কণা ও হৃদয় খান। অনুষ্ঠানটি নিয়ে হানিফ সংকেত বলেন, 'বাংলাভিশন এর আগেও বেশ কয়েকবার অনুরোধ করেছে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান করে দিতে। কিন্তু আমি ব্যস্ততার কারণে পারিনি। এবার আর এড়াতে পারলাম না। আমার অনুষ্ঠানে সব সময়ই বিশেষ কিছু থাকে। একটা বার্তা থাকে। এবারও তা থাকবে। পাশাপাশি এটা একটা টেলিভিশন চ্যানেলের প্রতিষ্ঠাবার্ষিকী, সেটা মাথায় রেখেই অনুষ্ঠান সাজানো হয়েছে। উপস্থাপনটাও নতুনভাবে করার চেষ্টা চলছে। দেখা যাক কেমন দাঁড়ায়।'
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।