'বাজাও বিয়ের বাজনা' ছবিতে অপু বিশ্বাস প্রথমবারের মতো কমেডি চরিত্রে অভিনয় করেছিলেন। এরপর আর এ ধরনের চরিত্রে দেখা যায়নি তাঁকে। সম্প্রতি এম বি মানিকের 'দুর্ধর্ষ প্রেমিক' ছবিতে তিনি আবারও কমেডি চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে অপু বলেন, 'চরিত্রের বৈচিত্র্য আনতেই আমি এ চরিত্র বেছে নিয়েছি। আমার মনে হয় কলেজছাত্রী, বড়লোকের অহংকারী মেয়ে কিংবা প্রেমে অন্ধ মেয়ে হিসেবে আমাকে দেখতে দেখতে দর্শক খানিকটা হলেও ক্লান্ত হচ্ছে। এ থেকে বেরিয়ে আসার জন্যই মানিক ভাইকে নতুন কোনো চরিত্র নির্বাচন করতে বলেছিলাম। তিনি করেছেনও তা।' পরিচালক এম বি মানিক বলেন, 'ছবিতে অপুর বিপরীতে অভিনয় করবেন শাকিব খান। পুরো ছবিতে তাঁর চরিত্রটি বেশ গম্ভীর প্রকৃতির। শাকিবের চরিত্রের সঙ্গে তাল মেলাতেই অপুর চরিত্রটি কমেডি করা হয়েছে। আশা করছি, মে মাসের প্রথম সপ্তাহে শুটিং শুরু করতে পারব।' ছবিটি প্রযোজনা করবে এইচএ ফিল্মস।
0 আপনার মতামত:
একটি মন্তব্য পোস্ট করুন
এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।