বেস্টওয়ে ভাষা সংস্কৃতি সম্মাননা পেলেন মোস্তাফা জব্বার

শনিবার, ২৬ মার্চ, ২০১১

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgN3wuijSNFrlpxhgriYpuZhG_DCmUToklpjjp9XyAGFNx8TPiXxP2jxmBjb2cZHWofKe504x9v2-Q_zw1wjSa2kCTlzQIPaqgUgPDA3ocheSUAlIgDakggXUGby2yavE-hg5m8Ui6YR7M/
মোস্তাফা জব্বার

আনন্দ কম্পিউটার্স এবং বিজয় ডিজিটালের স্বত্ত্বাধিকারী এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার বেস্টওয়ে ভাষা-সংস্কৃতি সম্মাননায় ভূষিত হলেন। মহান ভাষা আন্দোলনসহ সব স্বাধীকার আন্দোলনে গৌরবোজ্জ্বল ভূমিকা পালনকারীদের সম্মাননা জানাতে বেস্টওয়ে গ্রুপ সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করেছে বেস্টওয়ে ভাষা-সংস্কৃতি সম্মাননা পদক। এরই ধারাবাহিকতায় গত ২১ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেস্টওয়ে ভাষা-সংস্কৃতি সম্মাননা ২০১১ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ তার ভাষণে বিজয় বাংলা সফটওয়্যার তৈরিতে অবদান রাখা ছাড়াও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে মোস্তাফা জব্বারের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। মোস্তাফা জব্বার তার ভাষণে বলেন, ১৯৫২ সালে যে রাষ্ট্রভাষা আন্দোলন শুরু হয়েছিল তা এখনো শেষ হয়নি। এখনো বাংলাদেশে সর্বস্তরে বাংলা ভাষা প্রচলিত হয়নি। বাংলা এদেশের উচ্চ আদালত, ইংরেজি মাধ্যম স্কুল ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ। কম্পিউটারের নামে বাংলা ভাষাকে বিদায় করা হচ্ছে। তিনি বলেন, আমাদেরকে সর্বস্তরে বাংলা চালু করার লড়াই চালিয়ে যেতে হবে। এছাড়া অনুষ্ঠানে বেস্টওয়ে ট্রাস্ট প্রযোজিত বাংলা ভাষার উদ্ভব ও বিকাশ নিয়ে প্রামাণ্য চিত্র 'আমার বাংলা ভাষা'র উদ্বোধনী প্রদর্শন করা হয়।

0 আপনার মতামত:

একটি মন্তব্য পোস্ট করুন

এমন কোন মন্তব্য করবেন না যা রাজনীতিক বা সামাজিক ভাবে বিতর্কের সৃষ্টি করে।

Avro Keyboard - Unicode Compliant FREE Bangla Typing Softwareবাংলা লিখার সপ্টওয়্যার আভ্র ডাউনলোড করতে খানে ক্লিক করুন
 
 
 

বিশাল বাংলা

কম্পিউটার প্রতিদিন

রাজনীতি...

বিনোদন

খেলার খবর

অর্থ ও বাণিজ্য